রবিবার, নভেম্বর 24, 2024
রবিবার, নভেম্বর 24, 2024

HomeFact CheckFact Check: হিরো আলমকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাওয়ার দাবিতে প্রচারিত...

Fact Check: হিরো আলমকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাওয়ার দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা

Claim
হিরো আলমকে দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসপাতালে গিয়েছেন
Fact
প্রধানমন্ত্রীর ২০১৩ সালে রানা প্লাজা দুর্ঘটনায় আহতদের হাসপাতালে দেখতে যাওয়ার পুরোনো একটি ছবি এডিট করে সেই সাথে ইনডিপেনডেন্ট টিভির পুরোনো সংবাদের একটি ক্লিপ যুক্ত করে উক্ত ভিডিওটি তৈরী করা হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচারিত একটি ভিডিওতে দাবি করা হচ্ছে হিরো আলমকে দেখতে হাসপাতালে গিয়েছেন। ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে এবং এখানে। 

হিরো
Screenshot taken from Facebook Page Topon

উল্লেখ্য, গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে ভোট চলাকালে সংসদ সদস্য প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে সেখানে নৌকার ব্যাজধারী ব্যক্তিরা ধাওয়া দিয়ে তাঁকে বাইরে আনার পর রাস্তায় তার ওপর হামলা করেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় হিরো আলমকে হাসপাতালে ভর্তি করা হয়।পরবর্তীতে হামলায় জড়িত অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ।

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

বিষয়টির সত্যতা নিশ্চিত করতে ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে মূলধারার গণমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর এর ওয়েবসাইটে ২০১৩ সালের ২৮ এপ্রিল ‘হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটির সদৃশ ছবিটি খুঁজে পাওয়া যায়।

Screenshot taken from Bdnews24 website

প্রতিবেদন থেকে জানা যায়, রানাপ্লাজা ধসের ঘটনায় আহতদের চিকিৎসার খোঁজ খবর নিতে হাসপাতালে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

পাশাপাশি একটি উক্ত ভিডিওটিতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টিভির একটি প্রতিবেদনের ক্লিপ ব্যবহার করা হয়েছে যা অনুসন্ধানের মাধ্যমে ইনডিপেনডেন্ট টিভির ইউটিউব চ্যানেলে ‘ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী’ শিরোনামে প্রকাশিত মূল ভিডিও খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটির শুরুর ১৫ সেকেন্ডের সাথে আলোচিত ভিডিওটির শুরুর অংশের কথোপকথনের অডিও’র মিল খুঁজে পাওয়া যায়। 

তাছাড়া, মূলধারার গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো সূত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হিরো আলমকে হাসপাতালে দেখতে যাওয়ার নিয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

Conclusion

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে রানা প্লাজা দুর্ঘটনায় আহতদের হাসপাতালে দেখতে যাওয়ার একটি ছবি ইন্টারনেট থেকে সংগ্রহ করে সেখানে এডিট করে হিরো আলমের ছবি বসিয়ে, সেই সাথে ইনডিপেনডেন্ট টিভির সংবাদের একটি পুরোনো ক্লিপ বসিয়ে ভিডিওটি তৈরী করা হয়েছে।

Result: False

Our Sources
Bdnews24 Report
Independent TV YouTube
Prothom Alo Report
Prothom Alo Report


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular