মঙ্গলবার, ডিসেম্বর 10, 2024
মঙ্গলবার, ডিসেম্বর 10, 2024

HomeUncategorized @bnFact check:  ভাইরাল  ভিডিওতে থাকা ব্যক্তি সাবেক আফগান মন্ত্রী নন

Fact check:  ভাইরাল  ভিডিওতে থাকা ব্যক্তি সাবেক আফগান মন্ত্রী নন

Claim-ভাইরাল ভিডিওতে থাকা ব্যক্তিটি সাবেক আফগান মন্ত্রী সাইদ সাদাত যিনি এখন জার্মানিতে ডেলিভারি ম্যান এর কাজ করেন।
Fact- ভিডিওতে থাকা ব্যক্তিটি সাইদ আহমেদ সাদাত নন

‘সাবেক আফগান মন্ত্রী এখন জার্মানিতে ডেলিভারি ম্যান এর কাজ করছে,’ দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় একজন ব্যক্তি নির্মাণ শ্রমিকের পোষাক পড়ে বসে আছেন। ভিডিওতে সংযুক্ত অডিওতে দাবি করা হচ্ছে উক্ত ব্যক্তি সাবেক আফগান মন্ত্রী সাইদ আহমেদ সাদাত। যিনি বর্তমানে জার্মানিতে রাজনৈতিক আশ্রয় নিয়ে ডেলিভারি ম্যানের কাজ করছেন। পোস্টটি দেখুন এখানে- টিকটক। পোস্টটির একটি স্ক্রিনশট দেখুন নিচে-

আহমেদ সাদাত দাবিতে ভাইরাল ভিডিওর ক্রিনশট
কার্টেসিঃ টিকটক/ইউজার

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে যে দাবিটি মিথ্যা। 

Fact check/ Verification 

গুগল রিভার্স ইমেজ সার্চ ও কি-ওয়ার্ড সার্চ এর সাহায্যে অনুসন্ধান করে জানা যায় ভাইরাল ভিডিওতে থাকা ব্যক্তিটির সাথে সাবেক আফগান মন্ত্রী সাইদ আহমেদ সাদাত এর কোন সাদৃশ্য নেই। সাইদ আহমেদ সাদাত এর মূল ছবি সংশ্লিষ্ট প্রতিবেদন দেখুন এখানে- সমকাল, WIONinews.co.uk, Times of India Independent.co.uk

সাইদ সাদাত এর মুল ছবি সম্বলিত প্রতিবেদনের স্ক্রিনশট
কার্টেসিঃ আইনিউজ.ইউকে/ ইন্টারনেট
সাইদ সাদাত এর মুল ছবি সম্বলিত প্রতিবেদনের স্ক্রিনশট
কার্টেসিঃ টাইমস অব ইন্ডিয়া/ ইন্টারনেট

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয় আফগানিস্তানের আশরাফ গনি সরকারের মেয়াদে দেশটির তথ্য ও যোগাযোগ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে দলের সাথে তার মতানৈক্য তৈরি হলে তিনি দায়িত্ব ছেড়ে জার্মানিতে রাজনৈতিক আশ্রয় নেন। সেখানে তিনি একজন ডেলিভারি ম্যান হিসেবে কাজ করছেন বলে জানান। টাইমস অব ইন্ডিয়া স্কাই নিউজ আরাবিয়ার বরাত দিয়ে এই তথ্য দেয়। প্রতিবেদন থেকে জানা যায় ২০১৮ সালে তিনি দেশটির তথ্য ও যোগাযোগ মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। ২ বছর দায়িত্ব পালন করার পর দলের অন্যান্যদের সাথে তার মতানৈক্য তৈরি হলে তিনি জার্মানিতে এসে পরেন। এখানে আসার পরপরই অর্থাভাবে পড়ে যান। অত:পর তিনি একজন ডেলিভারি ম্যানের কাজ করা শুরু করেন। 

সর্বপ্রথম তাকে এই হালে একজন জার্মান সাংবাদিক Josa Mania-Schlegel আবিষ্কার করেন। পরবর্তীতে সেই সাংবাদিক তার টুইটার হ্যান্ডেলে আহমেদ সাদাত এর ছবি ও তথ্য পোস্ট করার পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এছাড়াও ভিডিওতে থাকা ব্যক্তির সাথে সাইদ আহমেদ শাহ সাদাত এর কোন সাদৃশ্য নেই। 

সাইদ সাদাত এর মূল ছবি
কার্টেসিঃ ইন্টারনেট
ভাইরাল ভিডিওতে সাইদ সাদাত দাবিকৃত ব্যক্তির ছবি
কার্টেসিঃ টিকটক/ইউজার

তাছাড়া ভিডিওতে থাকা ব্যক্তিটিকে নির্মাণ শ্রমিকের পোষাক পড়ে থাকতে দেখা যায় যিনি একটি কন্সট্রাকশন সাইটে বসে আছেন। অন্যদিকে সাবেক আফগান মন্ত্রী বর্তমানে জার্মানের লিপজিগ শহরে একটি ফুড ডেলিভারি প্রতিষ্ঠানের জন্য কাজ করছেন।  

Conclusion

সুতরাং, ভাইরাল ভিডিওতে থাকা ব্যক্তিটি সাবেক আফগান মন্ত্রী সাইদ সাদাত নন। 

Result: False

Our Sources: 
সমকাল, WIONinews.co.uk, Times of India

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular