Claim
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে বাংলাদেশি ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গিয়েছেন দাবি করে কিছু ভিডিও প্রচার করা হয়।
টিকটকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে এবং এখানে।
Fact
বিষয়টির সত্যতা যাচাই করতে কি ওয়ার্ড সার্চ এর মাধ্যমে সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন এমন কোনো তথ্য জাতীয় দৈনিক কিংবা আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
তাছাড়া, সাকিব আল হাসান এর অফিশিয়াল ফেসবুক পেজ এবং টুইটার (বর্তমান এক্স) অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে অবসর সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
Read More: ক্রিকেট নিয়ে দেশ এবং ধর্মকে জড়িয়ে মন্তব্যটি লিটন দাসের নয়
Result: False
Our Sources
Shakib Al Hasan Official Facebook Page
Shakib Al Hasan Official X Account
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।