Claim- বঙ্গবাজারের অগ্নিকান্ডে সব পুড়ে গেলেও অক্ষত রয়েছে গীতা
Fact- ভাইরাল হওয়া গীতার ছবিটি ২০২১ সালের ভিন্ন একটি অগ্নিকান্ডের
‘বঙ্গবাজারের আগুনে সব পুড়ে গেলেও অক্ষত আছে ভগ্বদ গীতা’ দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট ছড়িয়ে পড়ে। দেখুন এখানে- টিকটক, টিকটক, টিকটক, ফেসবুক, ফেসবুক।
ভাইরাল পোস্টগুলোর স্ক্রিনশট দেখুন এখানে-
নিউজচেকার-বাংলাদেশ, দাবিটির সত্যতা যাচাই করে দেখেছে যে দাবিটি মিথ্যা।
Fact check/ Verification
গুগল কি-সার্চ এর সাহায্যে নিউজচেকার-বাংলাদেশ দাবিটির সত্যতা যাচাই করে দেখছে যে, ছবিটি বঙ্গবাজারের অগ্নিকান্ডের ঘটনার আগে থেকেই ফেসবুকে বিদ্যমান ছিলো। দেখুন এখানে। পোস্টটির স্ক্রিনশট দেখুন-
পোস্টটি লক্ষ্য করলে দেখা যায় গত ২ এপ্রিল ফেসবুকের একটি পেইজে বেলা ১২ঃ১৬ মিনিটে ‘আপলোড করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা হয় এটি তার ব্যক্তিগত একটি ঘটনার অভিজ্ঞতা। পোস্টকারীর বাড়িতে আগুণ লাগার ফলে সব পুড়ে ছাই হয়ে গেলেও অক্ষত রয়ে যায় গীতাটি বলে উল্লেখ করেন।
উল্লেখ্য বঙ্গবাজারে আগুণ লাগার ঘটনা ঘটে গত ৪ এপ্রিল ২০২৩ ভোর ৬ টার পরে।
Conclusion
সুতরাং, আগুণে গীতা অক্ষত থাকার দাবিতে ভাইরাল হওয়া ছবিটি বঙ্গবাজারের নয় বরং তা অতীতের ভিন্ন এক অগ্নিকাণ্ডের ঘটনা থেকে নেয়া।
Result: Missing Context
Our Sources
old Facebook Post
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।