সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুড়িগ্রামে ৩১ জন খ্রিষ্টান মুসলমান হয়েছেন এমন দাবিতে একটি পোস্ট ভাইরাল হয়। ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি বিভ্রান্তিকর।
Fact-Check/Verification
“কুড়িগ্রামে ৩১ জনের ইসলাম গ্রহণ” কী-ওয়ার্ড সার্চের মাধ্যমে জাতীয় দৈনিক ‘মানবকণ্ঠ’ পত্রিকার ওয়েবসাইটে ২০১৯ সালের ২৪ আগস্ট “কুড়িগ্রামে খ্রিষ্ট ধর্ম ছেড়ে মুসলিম হলেন ৩১ জন” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন হতে জানা যায়, “কুড়িগ্রামে সেই ৩১ জন নারী-পুরুষ খ্রিস্ট ধর্ম থেকে মুসলিম হয়েছেন।গত বুধবার (২১ আগস্ট) দুপুরে নাগেশ্বরীর সাবিলুর রাশাদ ক্যাডেট মাদরাসায় কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেন। সাবিলুর রাশাদ ক্যাডেট মাদরাসার পরিচালক হাফেজ মোহাম্মদ ফেরদাউস হাসানের তথ্য মতে, ‘এ ৩১ নারী-পুরুষ সবাই আগে মুসলিম ছিলেন। বিভিন্ন সময় খ্রিস্টান মিশনারী পরিচালিত সংস্থাগুলোর নানা প্রলোভন ও আর্থিক সহায়তায় তারা দলবদ্ধভাবে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল।’ খ্রিস্টান হওয়ার পর তাদেরকে পুনরায় মুসলিম হওয়ার জন্য দীর্ঘদিন ধরে দাওয়াতি কাজ পরিচালনা করা হয়। পরবর্তীতে তারা নিজেদের ভুল বুঝতে পেরে সেচ্ছায় পুনরায় ইসলাম গ্রহণ করেছেন।”
পাশাপাশি জাগো নিউজ ২৪, আমাদের সময় সহ একাধিক সংবাদ মাধ্যমে সেসময়ে বিষয়টি নিয়ে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
তাছাড়া এমন ঘটনা সাম্প্রতিক সময়ে ঘটেছে তা মূলধারার গণমাধ্যমে কিংবা কুড়িগ্রামের আঞ্চলিক সংবাদমাধ্যমে পাওয়া যায়নি।
Conclusion
২০১৯ সালে কুড়িগ্রামে ৩১ জন নারী-পুরুষ খ্রিস্ট ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণের ঘটনাকে সাম্প্রতিক সময়ের ঘটনা দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
Result: Missing Context
Our Sources
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।