Claim
বাংলাদেশের নতুন ৫০ টাকার নোট
Fact
এই নোটটি প্রচলিত কোন নোট নয় বরং মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত একটি স্মারক নোট
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এবং টিকটকে একটি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সহ একটি ৫০ টাকার নোটের ছবি প্রচার করে দাবি করা হচ্ছে এটি বাংলাদেশের নতুন নোট। প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে
নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact-Check/Verification
বিষয়টির সত্যতা যাচাই করতে ছবিটিকে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে জাতীয় দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে ২০২২, সালের ২৭ ডিসেম্বর “মেট্রোরেল চালু উপলক্ষে আসছে ৫০ টাকার স্মারক নোট” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনে হতে জানা যায় বাংলাদেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক ৫০ টাকা মূল্যমানের একটি স্মারক নোট মুদ্রণ করেছে।
পরবর্তীতে, বাংলাদেশের ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটের স্মারক নোট সম্পর্কিত অংশে নোটটির ছবি এবং বিস্তারিত তথ্য পাওয়া যায়।
Conclusion
বাংলাদেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে মুদ্রিত ৫০ টাকা মূল্যমান স্মারক নোটকে প্রচলিত নোট দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।
Result: False
Our Sources
Prothom Alo
Bangladesh Bank
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।