শনিবার, নভেম্বর 23, 2024
শনিবার, নভেম্বর 23, 2024

HomeFact Checkপৃথিবীর কঠিন কোর্সের তালিকাটি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নয়

পৃথিবীর কঠিন কোর্সের তালিকাটি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নয়

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ৫৫টি কোর্সের নামসহ দুটি ছবি প্রচার করে দাবি করা হয় হার্ভাড বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী পৃথিবীর সবচেয়ে কঠিন কোর্স গুলোর পজিশন।

হার্ভার্ড

নিউজচেকার যাচাই করে দেখছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

difficult majors কিওয়ার্ড সার্চের মাধ্যমে The Tab নামের একটি ওয়েবসাইটে ২০১৭ সালে, “Ranked: The most difficult majors in America” শিরোনামে প্রকাশিত একটি তালিকা পাওয়া যায়। তালিকাটির সাথে সম্প্রতি ভাইরাল হওয়া তালিকাটির হবুহু মিল রয়েছে। 

Image from the tab website

মূলত, ২০১৭ সালে কিছু শিক্ষার্থী আমেরিকার সবচেয়ে কঠিন কোর্স নিয়ে একটি পরিসংখ্যান করে যা The Tab নামক ওয়েবসাইটে প্রকাশিত হয়।এছাড়া, পরিসংখ্যানটিতে গবেষণার পদ্ধতি সম্পর্কেও আলোচনা করা হয়। হাজারের মতো শিক্ষার্থীদের কাছ থেকে কয়েকটি বিষয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে এই পরিসংখ্যানটি করা হয়।

Read More: ভিডিওটি জ্বালানি সচিবের পিএসকে মারধরের নয়

অন্যদিকে অনুসন্ধানের মাধ্যমে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ধরণের কোনো পরিসংখ্যান বা তালিকা খুঁজে পাওয়া যায় নি।

Conclusion

২০১৭ সালে The Tab নামক একটি ওয়েবসাইটে প্রকাশিত কিছু শিক্ষার্থীর করা পরিসংখ্যানের প্রতিবেদন কে হার্ভাড বিশ্ববিদ্যালয় কতৃক প্রকাশিত তালিকা দাবিতে প্রচার করা হয়েছে। 

Result: False


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular