Claim-‘শেখ হাসিনাকে কবরে পাঠানো হবে বলে বক্তব্য দিয়েছেন ওবায়দুল কাদের
Fact-মূল বক্তব্যকে বিকৃত করে প্রচার করা হচ্ছে
‘শেখ হাসিনাকে কবরে পাঠানো হবে বলেছেন ওবায়দুল কাদের’ দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটি পোস্ট ছড়িয়ে পড়েছে। পোস্টগুলো দেখুন এখানে- টিকটক, টিকটক, টিকটক, টিকটক, টিকটক, ফেসবুক, ফেসবুক ও ফেসবুক।
পোস্টগুলোর স্ক্রিনশট দেখুন এখানে-
নিউজচেকার-বাংলাদেশ, দাবিটির সত্যতা যাচাই করে দেখেছে যে দাবিটি মিথ্যা।
Fact check/ Verification
গুগল রিভার্স ইমেজ ও কি-ওয়ার্ড সার্চ এর সাহায্যে বক্তব্যের সত্যতা অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় ভাইরাল ভিডিওটি ওবায়দুল কাদেরের মূল বক্তব্যকে বিকৃত করে প্রচার করা হচ্ছে। গত ২১ মে ওবায়দুল কাদের এক সমাবেশে বক্তব্য রাখছিলেন যা বিভিন্ন টেলিভিশনেও প্রচারিত হয়েছে। মুল বক্তব্য দেখুন এখানে- সময়টিভি।
উল্লেখ্য, গত ১৯ মে শুক্রবার সকালে রাজশাহীতে বিএনপির এক সমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ তার এক বক্তব্যে বলেন, ‘আর ২৭ দফা-১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা- শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনার পদত্যাগের জন্য যা যা করার দরকার আমরা করবো ইনশাআল্লাহ।’ দেখুন এখানে- সময় নিউজ, (ভিডিও), বাংলা ট্রিবিউন।
এর প্রতিবাদে গত ২১ মে (রবিবার) ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগ এক শান্তি সমাবেশের আয়োজন করেন। আয়োজনে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ অন্যান্য নেতারা। বক্তব্যের এক পর্যায়ে জনাব ওবায়দুল কাদের বিএনপির রাজশাহী জেলার আহ্বায়ক আবু সাইদ চাঁদ এর করা বক্তব্য নিয়ে কথা বলেন। মুল ভিডিও দেখুন এখানে- সময় নিউজ । এই ভিডিওর ২ঃ৪৮ মিনিটে তিনি আবু সাইদ চাদের বক্তব্যের হুবহু উদ্ধৃতি দেন। আর সেই বক্তব্যকেই বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচার করা হচ্ছে ‘ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীকে কবরে পাঠানো হবে।’
নিচে নির্দিষ্ট অংশের সংযোজন করা হলোঃ
Conclusion
সুতরাং, ওবায়দুল কাদেরের নামে প্রচারিত ভাইরাল ভিডিওটি মূলত তার মূল বক্তব্যকে বিকৃত করে প্রচার করা হচ্ছে।
Result:False
Our Sources:
সময় নিউজ, (ভিডিও), বাংলা ট্রিবিউন। সময় নিউজ
সময়টিভি
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।