Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, একটি পোস্টে দাবি করা হয়েছে, সৌদি ফুটবলার ইয়াসির আল সাহরানির মারা গেছেন। গত ২২শে নভেম্বর, আর্জেন্টিনা এবং সৌদি আরবের বিশ্বকাপ ফুটবল ম্যাচে আহত হওয়া এই ফুটবলার ইয়াসিরের একটি ছবির সঙ্গে তার মৃত্যুর দাবিটি ছড়িয়ে পড়ে তার ।
পোস্টগুলোতে হবুহু দাবি করা হয়, “ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রাজিউন সৌদি আরব বনাম আর্জেন্টিনার খেলার সময়.. সৌদির গোলকিপারের হাটুর সাথে আঘাত খাওয়া ইয়াসির ভাই আজ বিকালে জার্মানির এক হসপিটালে না ফেরার দেশে চলে গেলেন”।
প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা
Yasser Al-Shahrani কি ওয়ার্ড সার্চের মাধ্যমে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সে ২৩ নভম্বরে “Saudi’s Al-Shahrani undergoes surgery, doubtful for rest of World Cup” শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন হতে জানা যায় রিয়াদের ন্যাশনাল গার্ড হাসপাতালে ইয়াসির আল-শাহরানির অগ্ন্যাশয় গ্রন্থিতে সফল অস্ত্রোপচার করা হয়েছে।
এছাড়া, আলজাজিরাতে প্রকাশিত অন্য আরেকটি প্রতিবেদনে সৌদি আরব ফুটবল ফেডারেশনকে উদৃত করে বলেছে যে আল-শাহরানি মাথায়, বুকে এবং পেটে প্রবল আঘাতের শিকার হয়েছেন। তার সমস্ত প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা করা হয়েছে তবে তাকে পর্যবেক্ষণে রাখা হবে। তার অবস্থা স্থিতিশীল বলেও নিশ্চিত করা হয়েছে।
পরবর্তীতে সৌদি আরব ন্যাশনাল ফুটবল টিমের অফিশিয়াল টুইটার একাউন্টে প্রকাশিত ইয়াসিরের ভিডিও বার্তা পাওয়া যায়।
সৌদি ফুটবলার ইয়াসির আল শাহরানির মৃত্যুর খবর ফেসবুকে পড়েছে যা সত্য নয়।
Read More: ছবিটি বিশ্বকাপ উপলক্ষে কাতারে আর্জেন্টিনা সমর্থকদের নয়
Our Sources
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।
Sayeed Joy
July 4, 2025
Sayeed Joy
July 2, 2025
Sayeed Joy
June 30, 2025