বুধবার, নভেম্বর 27, 2024
বুধবার, নভেম্বর 27, 2024

HomeFact Checkনেপাল-ইন্দোনেশিয়ার ভূমিকম্পের পুরোনো ভিডিওকে বাংলাদেশের দাবিতে প্রচার

নেপাল-ইন্দোনেশিয়ার ভূমিকম্পের পুরোনো ভিডিওকে বাংলাদেশের দাবিতে প্রচার

সম্প্রতি টিকটিকে দুটি পৃথক ভূমিকম্পের ভিডিও ভাইরাল হয়। দাবি করা হয় শক্তিশালী ভূমিকম্পের ভিডিওগুলি গত ২৬শে নভেম্বর বাংলাদেশের ভূমিকম্পের। নিউজচেকার যাচাই করে দেখেছে ভিডিও দুটি পুরোনো এবং ভিন্ন দুটি দেশের।

ভূমিকম্প
ভিডিওগুলোর আর্কাইভ দেখুন এখানে এবং এখানে

Fact Check / Verification

ভাইরাল হওয়া ভিডিওগুলোর একটিতে দেখা যায় সিসিটিভির ফুটেজ। যেখানে ভূমিকম্পে একটি  শহরকে কেঁপে উঠতে দেখা যায়। ভিডিওর মাঝে লেখা ছিলো wildfilmesindia.com এবং এই ওয়েবসাইটের সূত্র ধরে ওয়াইল্ডফিল্মস (WildFilmesIndia) – এর ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ২রা মার্চ “Gorkha Earthquake 2015 – Durbar Marg west view, Kathmandu, Nepal” শিরোনামে প্রকাশিত মূল ভিডিওটি সন্ধান মেলে। এছাড়াও, WildFilmesIndia এর ইউটিউব চ্যানেলে ২০১৫ সালেরনেপালে ঘটে যাওয়া ভূমিকম্পের বেশ কিছু সিসিটিভি ফুটেজের ভিডিও পাওয়া যায়।

Screenshot from WildFilmsIndia YouTube Channel

মূলত, ভিডিওটি ২০১৫ সালে নেপালের ইতিহাসে আঘাত হানা সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের। সিসিটিভি ফুটেজে দেখা যায় কাঠমান্ডুর দর্বার মার্গ এলাকার দৃশ্য। ভূমিকম্প পর্যবেক্ষক সংস্থা USGS – এর পরিমাপ অনুযায়ী ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। এ নিয়ে বিবিসির প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে

Read More: হযরত আদম (আঃ) এর কবর দাবিতে ভিন্ন ছবি প্রচার

এছাড়া গুগল স্ট্রিট ভিউতে দর্বারমার্গ অনুসন্ধান করে পশ্চিম দিকে অবস্থিত স্থাপনার সাথে ভিডিওতে থাকা স্থাপনার মিল খুঁজে পাওয়া যায়।

ভাইরাল ভিডিওতে থাকা স্থাপনা (বায়ে) এবং গুগল ম্যাপসে থাকা স্থাপনা (ডানে)

ভাইরাল অন্য আরেকটি ভিডিওতে দেখা যায়, একজন ইমামের নামাজ পড়ানো অবস্থায় ভূমিকম্পের  দৃশ্য। আমরা ভিডিওটির থেকে কী-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে খোঁজ মেলে বিবিসি নিউজ বাংলার ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ৮ই আগস্টে শিরোনামে প্রকাশিত মূল ভিডিওটি। যার শিরোনাম, “মসজিদে ভূমিকম্পের সময় পালিয়ে যাননি যে ইমাম”।

এছাড়া একই ভিডিওর খোঁজ মেলে বৃটিশ সংবাদমাধ্যম ‘দ্যা গার্ডিয়ান’ এবং বিবিসি নিউজের প্রধান চ্যানেলে। ভিডিওর বিবরণী থেকে জানা যায় ২০১৮ সালে ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে ৬.৯ মাত্রার ভূমিকম্পের সময়ে নামাজরত অবস্থায় একজন ইমামের। ঐ ভূমিকম্পে অন্তত ৯৮ জন নিহত এবং ২৩৬ জনেরও বেশি গুরুতর আহত হয়। এ নিয়ে তখন দ্যা গার্ডিয়ান এবং এবিসি নিউজ প্রতিবেদন প্রকাশ করে।

Conclusion

ভিডিওকে সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া  ভূমিকম্পের ভিডিও দাবিতে ভাইরাল ভিডিওগুলি পুরানো এবং ভিন্ন দুটি দেশের ভিন্ন সময়ে ঘটা ভূমিকম্পের।

Result – Misleading

Our Sources

WildFilmesIndia YouTube: https://www.youtube.com/watch?v=DBX8Kwq2TOE

USGS: https://earthquake.usgs.gov/earthquakes/eventpage/us20002926/executive

BBC News: https://www.bbc.com/bengali/news/2015/04/150428_mb_nepal_before_after

Google Maps: https://www.google.com/maps/@27.7099686,85.3174133,3a,76.5y,258.98h,94.68t/data=!3m8!1e1!3m6!1sAF1QipNN4Xa1ojghYXHjIlSpIq9VXz9KdidKPkbQBEsH!2e10!3e11!6shttps:%2F%2Flh5.googleusercontent.com%2Fp%2FAF1QipNN4Xa1ojghYXHjIlSpIq9VXz9KdidKPkbQBEsH%3Dw203-h100-k-no-pi-0-ya59.555386-ro-0-fo100!7i7168!8i3584

BBC News Bangla YouTube: https://www.youtube.com/watch?v=5V2rNO0Q3VA

The Guardian YouTube:https://www.youtube.com/watch?v=PeCF4QsV1UY

BBC News YouTube:https://www.youtube.com/watch?v=xWZguy3Op60

The Guardian: https://www.theguardian.com/world/2018/aug/05/powerful-earthquake-strikes-indonesia-killing-at-least-three

ABC News: https://www.abc.net.au/news/2018-08-06/indonesia-issues-tsunami-warning-after-quake-off-lombok/10076088


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular