শনিবার, ডিসেম্বর 21, 2024
শনিবার, ডিসেম্বর 21, 2024

HomeFact Checkকাতারে ১২০ জনের ইসলাম গ্রহণের ভিডিওটি পুরোনো 

কাতারে ১২০ জনের ইসলাম গ্রহণের ভিডিওটি পুরোনো 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, কাতারে একসাথে ১২০ জন ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছে দাবিতে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। 

কাতার

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি বিভ্রান্তিকর। 

Fact-Check/Verification

ভিডিও থেকে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে Stories of New Muslims (স্টোরিজ অফ নিউ মুসলিম) নামের একটি চ্যানেলে ২০১৮ সালের ১১ মার্চ “Convert to islam 60 men in Qatar” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

ভিডিওটির ডেসক্রিপশন বক্স হতে জানা যায়, ২০১৮ সালের ৯ মার্চ কাতারে চ্যালেঞ্জার কোম্পানির ৬০ জন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে।

পরবর্তীতে Lama আম্মার (লামা আম্মার) নামের আরেকটি ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ১১ মার্চ “The conversion of 60 Filipinos to Islam is now in the Challenger Company in Al-Shahaniya in Doha .. Qatar শীর্ষক শিরোনামে আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

আরবি ভাষায় লেখা ভিডিওটির বিবরণ অনুবাদের মাধ্যমে জানা যায়, কাতারের দোহার আল শাহানিয়ার চ্যালেঞ্জার কোম্পানিতে ৬০ জন ফিলিপাইনের নাগরিক ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছেন।

Read More: ছবিটি বিশ্বকাপ উপলক্ষে কাতারে আর্জেন্টিনা সমর্থকদের নয় 

Conclusion

২০১৮ সালের মার্চে কাতারের দোহার আল শাহানিয়ার চ্যালেঞ্জার কোম্পানিতে, ৬০ জন ফিলিপাইনের নাগরিক ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়ার সেই সময়ের ধারণকৃত একটি ভিডিও সম্প্রতি “কাতারে একসাথে ১২০ জন ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ” করার দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে। 

Result: False  


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular