শর্ট ভিডিও শেয়ারিং মাধ্যম টিকটকে ট্রাকের উপর বিমান ল্যান্ডিং এর একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ব্যবহারকারীরা এই ভিডিওর সঙ্গে মনগড়া বিভিন্ন শিরোনাম যুক্ত করে আপলোড করেছেন। একজন টিকটক ব্যবহারকারী ভিডিওটি আপলোড করে দাবী করেছেন “একজন মুসলিম লোক বিমানে থাকা ৩৬০ মানুষের প্রাণ বাঁচিয়েছেন”। অপর একজন টিকটক ব্যবহারকারী দাবী করেছেন “শত শত মানুষের প্রান বাঁচানোর জন্য ট্রাক ড্রাইভারকে কোটি কোটি ভালোবাসা। তার সাহস আছে বলতে হবে।”
টিকটকে ভিডিও দুইটি এখন পর্যন্ত প্রায় ৮ লাখের বেশি দেখা হয়েছে এবং ১ লাখ ৩৭ হাজার লাইক করা হয়েছে।
Fact-check / Verification
আমরা ভিডিওটির কিছু কী-ফ্রেম সার্চ ইঞ্জিনগুলোতে রিভার্স সার্চ করে ২০১১, ২০১২, এবং ২০১৩ সালে প্রকাশিত বিভিন্ন ইউটিউব চ্যানেলে একই ভিডিও খুঁজে পাই। ২০১১ সালের ২৯শে অক্টোবরে একটি ইউটিউব চ্যানেলে “Nissan Frontier- Commercial [funny]” শিরোনামে প্রকাশিত হওয়া ভিডিওটি থেকে জানতে পারি এটি জাপানী গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিসানের একটি বিজ্ঞাপন।
পরবর্তীতে, আমরা কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে Nissan UK’র ইউটিউব চ্যানেলে ২০১১ সালের ২৫ নভেম্বরে “Nissan FRONTIER Saves Aeroplane from Crashing” শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাই।
কি-ওয়ার্ড সার্চের কল্যাণে আমরা বিজ্ঞাপনটির নির্মাতা Zoic Studio এর অফিশিয়াল ওয়েবসাইটেও বিজ্ঞাপনটির ক্লিয়ার রেজুলেশনের ভিডিও সহ বিস্তারিত বিবরণ খুঁজে পাই।
Zoic Studio মূলত যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি ভিজুয়াল এফেক্ট কোম্পানি এবং তারা নিসানের এই বিজ্ঞাপনটি ভিএফএক্স প্রযুক্তির মাধ্যমে তৈরি করেছে।
Zoic Studio তাদের ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপনটি নির্মানের একটি বিহাইন্ড দ্যা সিন ভিডিও প্রকাশ করেছে। বিজ্ঞাপনটি একটি টিভি ব্রেকিং নিউজের মতো উপস্থাপন করা হয়েছিল যেখানে এয়ারপোর্টে থাকা মানুষজন এটি সরাসরি এবং টিভিতে দেখছিলো।
এছাড়াও, নিসানের এই বিজ্ঞাপনটি নিয়ে গাড়ি, অটো-মোবাইল কেন্দ্রিক নিউজ-ব্লগ সাইট MotoTrend ২০১১, এবং Jalopnik ২০১৩ সালে আর্টিকেল প্রকাশ করেছিল।
Conclusion
পাইলট এবং গাড়ি চালকের দক্ষতার পরিচয় দিয়ে যাত্রীদের জীবন বাচানোর দাবি করে ভাইরাল হওয়া ভিডিওটি মূলত ভিএফএক্স প্রযুক্তির মাধ্যমে তৈরি জাপানী গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিসানের কমার্শিয়াল বিজ্ঞাপন। বর্তমানে এই ভিডিওটি একাধিক বিভ্রান্তিকর এবং মিথ্যা দাবি যুক্তকরে ভাইরাল করা হয়েছে।
Result – False
Read More: ভাইরাল ভিডিওটি র্যাবের না, মালেয়শিয়ান আর্মির
Sources:
2011 Video: https://www.youtube.com/watch?v=_KEGNoUheeI
2012 Video: https://www.youtube.com/watch?v=id0PYNUlwNM
2013 Video: https://www.youtube.com/watch?v=q7bX2sQpp98
Nissan UK video: https://www.youtube.com/watch?v=drpRud0yvs4
Zoic Studio Video: https://www.zoicstudios.com/work/sample/nissan-landing-gear/
Behind the Scene: https://www.youtube.com/watch?v=dA3wyc8EBYs
MotoTrend Report: https://www.motortrend.com/news/video-find-nissan-frontier-saves-the-day-121071/
Jalopnik Report: https://jalopnik.com/science-smackdown-nissan-frontier-airplane-ad-5884703
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।