শুক্রবার, নভেম্বর 15, 2024
শুক্রবার, নভেম্বর 15, 2024

HomeFact CheckFact Check: সরকার কি সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে?

Fact Check: সরকার কি সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে?

বাংলাদেশে প্রায় দেড় বছর পর, গত ১২ই সেপ্টেম্বর প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়। সরকার কি আবারো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে?

গত বছরের ৮ই মার্চ, বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। শ্রেণীকক্ষে দ্রুতই কমতে থাকে শিক্ষার্থীদের উপস্থিতি। করোনাভাইরাস প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, ১৭ই মার্চ থেকে ৩০শে মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। এরপর দফায়-দফায় বাড়ে সাধারণ ছুটি

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
Screenshot of a news report published in The Business Standard
Screenshot of a news report published in BBC Bangla 1

৩রা সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী দীপু মনি বিভিন্ন সংবাদ মাধ্যমে জানান, বাংলাদেশে করোনা সংক্রমণের হার নিম্নমুখী হওয়ায় ১২ই সেপ্টেম্বর থেকে খুলে দেওয়া হতে পারে সকল শিক্ষাপ্রতিষ্ঠান । প্রায় দেড় বছর পর, গত ১২ই সেপ্টেম্বর প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়। 

Screenshot of a news article published in Prothom Alo
Screenshot of a news article published in BBB Bangla 2

এরইমধ্যে বিনোদনমূলক ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের মাধ্যমে ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মতন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে বিবিন্ন বিভান্তিমূলক তথ্য। 

Screenshot from Tiktok

Fact-check/Verification

সম্প্রতি, টিকটকে ভাইরাল এক বার্তায় দেয়া তথ্যের সত্যতা জানতে চেয়ে দাবি করে, আগামি ১৯ই সেপ্টেম্বর সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা দেয়া হয়েছে। ভিডিওটিতে ব্যবহার করা হয় প্রধাণমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী দীপু মনি এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছবি। এবং ছবিগুলোর উপরে সম্পাদনা করে বসানো হয় বিভান্তিমূলক তথ্য। প্রশ্ন করা হয়, “১৯ তারিখ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী এমন কেন করলেন।” আরও দাবি করা হয়, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান আবারো বন্ধ ঘোষণা বিষয়ে শিক্ষামন্ত্রী লাইভে এসব তথ্য দিয়েছেন। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গতবছরের ৮ই মার্চ থেকে ১৭ই সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১৫ লক্ষ ৪০ হাজার ১১০ জন। এবং করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান ২৭ হাজার ১৪৭ জন। এবছরের ফেব্রুয়ারীতে করোনাভাইরাস থেকে রক্ষা পেতে শুরু হয় টিকাদিন কর্মসূচি। ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত ১ কোটি ৪৩ লক্ষ ২ হাজার ৪৪২ জন টিকা গ্রহণ করেন। 

তথ্য-যাচাই করতে নিউজচেকার শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে। বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবদুল খায়ের নিউজচেকারকে দেয়া বক্তব্যে জানান শিক্ষামন্ত্রী এমন কোনও মন্তব্য করেন নাই। এবং ১৯শে সেপ্টেম্বর থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা – এমন কোনও তথ্য শিক্ষা মন্ত্রণালয় থেকেও প্রকাশ করা হয়নি।”

এই সংবাদটি সম্পূর্ণ মিথ্যা বলে নিশ্চিত করেন এই কর্মকর্তা। ১২ই সেপ্টেম্বর থেকে শ্রেণীকক্ষে পাঠদান শুরু হয়েছে এবং তা অব্যাহত থাকবে।  

এছাড়াও, করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার দাবিটিও যাচাই করে দেখা যায়, এই দাবিটিও মিথ্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ১২ই সেপ্টেম্বর থেকে ১৭ই সেপ্টেম্বর পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে প্রায় সাড়ে ১১ হাজার। গত মাসের একই সময়ে ১২ই অগাস্ট থেকে ১৭ই অগাস্ট পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছিল প্রায় সাড়ে ৪৬ হাজার।

Conclusion

টিকটকে ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেয়া তথ্য মিথ্যা। বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপু মনি ১৯শে সেপ্টেম্বর থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা‌‌ – এমন কোনও বক্তব্য দেন নাই, এবং দেশে করোনাভাইরাস সংক্রমণও বেড়ে যায়নি।

Read More: ভ্যাকসিন নেয়ার পরও কেন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে?

Result: Misleading,False

Sources

Interview by Newschecker: Mohamad Abdul Khair, Information and Public Relation Officer of Secondary and Higher Education Division of Education Ministry in Bangladesh

BBC Bangla: https://www.bbc.com/bengali/news-58534351

Jagonews24: https://www.jagonews24.com/education/news/565817

The Business Standard: https://www.tbsnews.net/bangladesh/education/govt-orders-closure-all-educational-institutions-march-17-56947

Covid-19 Vaccination Dashboard for Bangladesh

http://103.247.238.92/webportal/pages/covid19-vaccination-update.php

WHO global database: https://covid19.who.int/region/searo/country/bd

Prothom Alo:

https://www.prothomalo.com/bangladesh/%E0%A7%A7%E0%A7%A8-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%89%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%96%E0%A7%81%E0%A6%B2%E0%A6%9B%E0%A7%87

Bangla Tribune:

https://www.banglatribune.com/699623/%E0%A7%A7%E0%A7%A8-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0-%E0%A6%96%E0%A7%81%E0%A6%B2%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%A8

Tiktok: https://www.tiktok.com/@abdulawal3067/video/7008600147051564314

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular