শনিবার, ডিসেম্বর 21, 2024
শনিবার, ডিসেম্বর 21, 2024

HomeFact CheckFact check: ভারতীয় মিডিয়া রিপাবলিক বাংলায় ড ইউনুসের প্যারিসে পালিয়ে থাকার দাবিটি গুজব 

Fact check: ভারতীয় মিডিয়া রিপাবলিক বাংলায় ড ইউনুসের প্যারিসে পালিয়ে থাকার দাবিটি গুজব 

Claim
ড ইউনুস প্যারিসে পালিয়ে বসে আছেন দাবি  ভারতীয় মিডিয়া রিপাবলিক বাংলার
Fact
সম্প্রতি একাধিক অনুষ্ঠানে দেশে ড ইউনুস অংশগ্রহণ করেন যা তার দেশে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করে। 

ভারতীয় মিডিয়া আর বাংলার একটি প্রতিবেদনে দাবি করা হচ্ছে ড ইউনুস বাংলাদেশে নেই। প্রতিবেদনের শুরুতে উপস্থাপিকাকে বলতে শোনা যায়, ‘’বাংলাদেশের মাটিতে নেই ইউনুস। এখন তাহলে কোথায় রয়েছেন ইউনুস? ফ্রান্সে মুখ লুকিয়েছেন নাকি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান? ট্রাম্পের প্রত্যাবর্তন, ভ্যানিশ ইউনুস!’’ ভিডিওটি আর বাংলা তথা রিপাবলিক বাংলার অফিসিয়াল ফেসবুক পেইজে আপলোড করা হয়। দেখুন এখানে।  এছাড়াও টিকটকে ভিদিওটি ছড়িয়ে পরে। দেখুন এখানে, এখনে এখানে। 

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। 

Fact check/ Verification

ভারতীয় মিডিয়া রিপাবলিক বাংলা  একটি প্রতিবেদনে গতকাল দাবি করে ড ইউনুস বাংলাদেশে নেই। ট্রাম্পের প্রত্যাবর্তনে লুকিয়ে আছেন প্যারিসে। দাবিটির সত্যতা যাচাই করতে আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুসের সাম্প্রতিক কার্যকলাপ ও গতিবিধি  জানতে কি-ওয়ার্ড সার্চ পরিচালনা করি। 

গতকাল থেকে বেশ কিছু প্রতিবেদন থেকে ড ইউনুসের বাংলাদেশে অবস্থান করা বিষয়ে নিশ্চিত হওয়া যায়।  শহীদ আবু সাইদ এর পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ । গতকাল ৬ই নভেম্বর শহীদ আবু সাইদের পরিবারের সাথে সাক্ষাৎ করে সব ধরণের সহযোগীতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস।

আজ রাজধানী ঢাকায় দুই দিন ব্যাপী চলা বোস-আইন্সটাইন পরিসংখ্যানের শতবর্ষ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকার ড মুহাম্মদ ইউনুস বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘বিপ্লবের মাধ্যমে ছাত্র-শিক্ষক সমাজ তাদের চিন্তার স্বাধীনতা, মুক্ত বুদ্ধির চর্চাকে আবার ফিরে পেয়েছে।’ দেখুন এখানেএখানে। 

অর্থাৎ, বাংলাদেশ ছেড়ে প্যারিসে অবস্থান করছেন ড ইউনুস দাবিতে প্রচারিত রিপাবলিক বাংলার খবরটি সত্য নয়। 

Conclusion

সুতরাং, ড ইউনুসের সাম্প্রতিক কার্যকলাপ অনুসরণ করে নিশ্চিত হওয়া যায় যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস দেশেই আছেন। 

Result: False

Our Sources
শহীদ আবু সাইদ এর পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ 
আমরা কীভাবে বিজ্ঞান ইতিহাসের অংশ, জানালেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস 
বোস-আইনস্টাইন পরিসংখ্যানের শতবর্ষ উদযাপন


যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular