Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
Claim- ‘আজ নাগা ল্যান্ড এর ফ্লাড গেইট খুলে দেয়া হয়েছে’
Fact- ভিডিওতে থাকা নদীবাঁধের ছবিটি নাগা ল্যান্ডের নয়, বরং চীনের।
‘ফ্লাডগেইট ওপেন্স, টুডে’স নাগাল্যান্ড’ দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি ভিডিও ভাইরাল হয়। ভাইরাল ভিডিওতে দেখা যায় একটি ড্যাম এর গেট খুলে দেয়ার পর সেখান থেকে পানি প্রবাহিত হচ্ছে। এই একই ভিডিওর উপর ‘ভাখরানাঙ্গাল ড্যাম এর গেইট খুলে দেয়া হলো’ কথাটি হিন্দিতে লেখা আছে। ভিডিওটি দেখুন এখানে- টিকটক। নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন-
নিউইজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
গুগল রিভার্স ইমেজ সার্চ এর সাহায্যে অনুসন্ধান করে বেশ কিছু সাদৃশ্যমুলক ভিডিও পাওয়া যায় যেখানে বলা হয় এটি চীনের ইয়েলো রিভারে অবস্থিত শাওল্যাংডি ড্যাম। দেখুন এখানে। দ্যা টেলিগ্রাফ ডেইলি নামের এই ইউটিউব চ্যানেলটিতে সংশ্লিষ্ট ভিডিওটি ৪ বছর আগে আপলোড করা হয়েছিলো।
ভিডিওতে বলা আছে, ‘Amazing Water flow of Yellow river discharged from dam in China.’ এছাড়াও অন্য একটি ইউটিউব চ্যানেলে একই ড্যামের ভিডিওর সন্ধান মেলে। দেখুন এখানে। এই ভিডিওতে বলা হচ্ছে ‘Fake: Pawna dam video. But this is Xiaolangdi dam from China’ অর্থাৎ এটি পবন ড্যামের ভিডিও নয়। চীনের শাওল্যাংডি ড্যামের দৃশ্য।
এখানেও ভিডিওটি ২০১৯ সালের আগস্ট মাসে আপলোড করা হয়।
শাওল্যাংডি ও ইয়েলো রিভার কি ওয়ার্ড সার্চ করে আমরা কিছু ভিডিও পাই। দেখুন এখানে ও এখানে।
এই ভিডিওগুলোর সাথে ভাইরাল ভিডিও ক্লিপটির হুবহু মিল না থাকলেও ড্যামটির সাথে অবকাঠামোগত ও পানির প্রবাহের ধরণের কিছুটা সাদৃশ্য খুজে পাওয়া যায়। তাছাড়া আমরা একটি টুইটার একাউন্টেও এর সন্ধান পাই যেখানে বলা হয়েছে এটি চীনের হেনান প্রদেশের ইয়েলো রিভারে অবস্থিত শ্যাওল্যাং ড্যাম। দেখুন এখানে। পোস্টটিতে এটি নিয়ে দ্যা গার্ডিয়ানের একটি প্রতিবেদনের লিংক ও পাওয়া যায় যেখানে ভাইরাল ভিডিও সাদৃশ একটি ছবি ব্যবহার করা হয়।
এর আগে পবন ড্যামের নামে একই ভিডিও ভাইরাল হয়। দেখুন এখানে ও এখানে।
সুতরাং, ভাইরাল ভিডিওটি নাগাল্যান্ড বা ভাকরানাগাল ড্যামের নয়। এটি চীনের ইয়েলো রিভারে অবস্থিত শাওল্যাংডি ড্যাম।