Claim
জাতিসংঘের জরিপে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় মার্কা ধানের শীষ আর সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি
Fact
জাতিসংঘ এমন কোনো জরিপ করেনি এবং কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই সম্পূর্ণ ভিত্তিহীনভাবে ছড়ানো হয়েছে
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতিসংঘের জরিপে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় মার্কা ধানের শীষ আর সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি দাবিতে কিছু পোস্ট প্রচার করা হয়। প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে।
নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact-Check/Verification
জাতিসংঘের জরিপে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় মার্কা ধানের শীষ আর সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি এই দাবিটির সত্যতা নিশ্চিত করতে গুগল কি-ওয়ার্ড সার্চ এর সাহায্যে অনুসন্ধান করে এমন কোন তথ্য খুঁজে পাওয়া যায়নি।
তাছাড়া, জাতিসংঘের অফিশিয়াল ওয়েবসাইট কিংবা অন্য কোনো সংস্থা বাংলাদেশের জনপ্রিয় দল এবং বাংলাদেশের জনপ্রিয় মার্কা নিয়ে জরিপ করেছে এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
Read More: ব্রিটিশ হাই কমিশনার ও ওবায়দুল কাদেরের ভাইরাল কথপোকথন ভিত্তিহীন
পাশাপাশি দেশীয় অথবা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জাতিসংঘের এই জরিপ সংক্রান্ত কোনো সংবাদ প্রকাশিত হয়নি।
Conclusion
কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই সম্পূর্ণ ভিত্তিহীনভাবে জাতিসংঘের জরিপে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মার্কা ধানের শীষ আর সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে
Result: False
Our Sources
UN Website
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।