Claim
শক্তিশালী ঘূর্নিঝড় মোখা
Fact
ভিডিওটি ঘূর্ণিঝড় মোখার নয় বরং ২০২২ সালে যুক্তরাষ্ট্রে সংঘটিত হওয়া হারিকেন ইয়ানের ক্লিপ
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয় শক্তিশালী ঘুর্ণিঝড় মোখার একটি ভিডিও ক্লিপ। ভাইরাল ভিডিওটি দেখুন এখানে।
নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact-Check/Verification
বিষয়টির সত্যতা নিশ্চিত করতে ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Max Olsen Chasing নামের একটি ইউটিউব চ্যানেলে ২৯ সেপ্টেম্বর ২০২২ সালে “Hurricane Ian Shreds Southwest Florida Coast” শিরোনামে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
মূলত ভিডিওটি ২০২২ সালে সংঘটিত হওয়া হারিকেন ইয়ান(Ian) এর একটি ফুটেজ যেটি ধারণ করেছেন ম্যাক্স অলসেন নামের একজন ইউটিউবার। ম্যাক্স ওলসেনের ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে দেখা যায় তিনি পূর্ববর্তী সময়েও বিভিন্ন ঘুর্ণিঝড় কিংবা হারিকেনের ফুটেজ ধারণ করে প্রকাশ করেছেন।
Conclusion
২০২২ সালের হারিকেন ইয়ানের ক্লিপকে সম্প্রতি হওয়া ঘূর্নিঝড় মোখার ফুটেজ দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে প্রচার করা হয়েছে।
Result: False
Our Sources
Max Olsen Chasing YouTube
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।