সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি সীতাকুন্ডের বিএম ডিপো নামের একটি কন্টেইনার টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে একটি ছবি প্রচার করা হয়। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
নিউজচেকার যাচাই করে দেখেছে ছবিটি সীতাকুন্ডের অগ্নিকাণ্ডের ঘটনার নয়।
Fact Check / Verification
রিভার্স ইমেজ সার্চ করার মাধ্যমে যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম CNN এর ওয়েবসাইটে ২০২০ সালের ১৯ আগস্ট ‘More than 360 wildfires are burning in California, and 23 are major‘ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন মূল ছবিটি খুঁজে পাওয়া যায়।
এছাড়া একই দিনে ওয়াশিংটন পোস্ট সহ মার্কিন একাধিক সংবাদমাধ্যমে ছবিটি পাওয়া যায়।
মূলত ছবিটি ২০২০ সালে তোলা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নাপা কাউন্টির দাবানলের সময়ের।
Read More: এটি সিলেটের কোনো ব্রিজ ভেঙে পড়ার দৃশ্য নয়
উল্লেখ্য চট্টগ্রামের সীতাকুণ্ডে গত ৪ জুন শনিবার রাতে একটি কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় এখনো পর্যন্ত ৪৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
Conclusion
২০২০ সালের ক্যালিফোর্নিয়ার নাপা কাউন্টির দাবানলের একটি ছবিকে সম্প্রতি সীতাকুণ্ডে অগ্নিকান্ডের ছবি এমন মিথ্যা দাবিতে
ফেসবুকে প্রচার করা হচ্ছে।
Result – False
Our Sources
CNN: https://edition.cnn.com/us/live-news/california-wildfires-08-19-2020/index.html
Washingtonpost: https://www.washingtonpost.com/national/california-wildfires-lightning/2020/08/19/c8fdc1e6-e23a-11ea-8dd2-d07812bf00f7_story.html
BBC News Bangla: https://www.bbc.com/bengali/news-61694559
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।