সোমবার, ডিসেম্বর 23, 2024
সোমবার, ডিসেম্বর 23, 2024

HomeFact Checkনা, এটি পরকীয়ার শাস্তি হিসেবে মাথা ন্যাড়া করার ভিডিও নয়

না, এটি পরকীয়ার শাস্তি হিসেবে মাথা ন্যাড়া করার ভিডিও নয়

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক এবং ফেসবুকে মহিলাদের মাথা ন্যাড়া করার একটি ভিডিওকে প্রচার করে দাবি করা হচ্ছে এটি পরকীয়ার শাস্তি হিসেবে মাথা ন্যাড়া করা হচ্ছে। ভাইরাল এমন ভিডিও দেখুন এখানে, এখানে এবং এখানে। 

মাথা

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে মাধ্যমে “hs vedio’s” নামক ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ২৭ নভেম্বর “yellow saree super young lady headshave” শিরোনামের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে পরকীয়ার শাস্তি হিসেবে নারীর মাথা ন্যাড়া করার দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিওর হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

একই পদ্ধতিতে টিকটকে প্রচারিত ভিডিওর হুবুহু মিল পাওয়া যায় ২০২১ সালে CHINNU নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে। 

উক্ত দুটি  ইউটিউব চ্যানেলের অন্যান্য ভিডিও পর্যবেক্ষণ করে দেখা যায় চ্যানেলটিতে এখন পর্যন্ত শুধু চুল ফেলার দেওয়ার ভিডিওই প্রকাশ হয়েছে করা হয়েছে এবং প্রতিটি ভিডিওতেই নারীদের স্বাভাবিকভাবে চুল ফেলার দৃশ্য রয়েছে।

পরবর্তীতে, ভাইরাল টিকটক ভিডিওর নিচে থাকা একজন ইউজার কমেন্টে করে জানান এটি হিন্দু ধর্মের একটি রীতি। 

Screenshot taken from TikTok

পরবর্তীতে, উক্ত টিকটক ভিডিওর কমেন্টের সূত্র ধরে কি ওয়ার্ড সার্চের মাধ্যমে, আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি নিউজে ২০১৬ সালের ১৩ এপ্রিল “How Indians shave their head and hope for luck” শিরোনামের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, দক্ষিণ ভারতের দুটি মন্দিরে প্রতি বছর ধর্মীয় রীতি পালনের উদ্দেশ্যে লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়। প্রার্থনা বা স্বপ্নপূরণের জন্য ত্যাগের চিহ্নস্বরূপ মাথার চুল ফেলে দেন অনেক তীর্থযাত্রী।

Screenshot taken from BBC News

Conclusion

ধর্মীয় রীতি পালনের উদ্দেশ্যে নারীর মাথার চুল ন্যাড়া করার ভিডিওকে পরকীয়ার শাস্তি হিসেবে চুল ন্যাড়া করার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টিকটকে প্রচার করা হচ্ছে।

Result: False


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular