Claim
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দাবি করা হয়, দেশ ছেড়ে পালিয়ে যাবার সময় ৭টি পাসপোর্ট সহ পুলিশের কাছে ধরা পড়ে জুলাই অভ্যুত্থানের সমন্বয়ক সার্জিস আলম। ভিডিওটি দেখুন এখানে এখানে ও এখানে।
নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact
সার্জিস আলম দেশ থেকে পালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট ভাইরাল দাবিটির সত্যতা যাচাই করতে আমরা একাধিক প্রাসঙ্গিক কি-ওয়ার্ড ও রিভার্স ইমেজ সার্চ করি। অনুসন্ধানে আমরা ফেসবুক ও ইউটিউবে মাছরাঙ্গা টিভির একটি সাদৃশ্যপূর্ণ ভিডিও খুজে পাই। ভিডিওতে দেখা যায়, সার্জিস আলম পুলিশের সাথে কথা বলছেন।
গত ২১শে ডিসেম্বরে মাছরাঙ্গা টিভি তাদের ভেরিফায়েড ফেসবুক পেইজে উক্ত ভিডিওটি আপলোড করে। ভিদিওর ক্যাপশন থেকে জানা যায় ঘটনাটি বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের সামনে। রাহাত ফতেহ আলী খানের কনসার্টের পূর্বে সার্জিস আলম স্টেডিয়ামে প্রবেশের সময় নিরাপত্তায় থাকা পুলিশের সাথে আলোচনা করেন।
একই ভিডিও বাংলানিউজ২৪ এর ফেসবুক পেইজেও উপলব্ধ হয়।
ভিডিওতে শোনা যায়, তার কয়েকবার বাইরে আসতে হতে পারে, সেই জন্যে পুলিশকে আগে থেকেই অবগত করে রাখা হচ্ছে।
এবং তাদের সাথে কোন পাসপোর্ট নয় বরং, ৭টি কনসার্ট পাস ছিলো।
অর্থাৎ, সার্জিস আলমের দেশে ছেড়ে পালিয়ে যাওয়ার দাবিটি সত্য নয়। বরং, ভিডিওটি রাহাত ফতেহ আলী খানের কনসার্ট এ প্রবেশের সময়কার।
Result: False
Our Sources:
ফেসবুক ও ইউটিউব মাছরাঙ্গা টিভি
বাংলানিউজ২৪