Claim
সম্প্রতি সামাজিক মাধ্যম টিকটকে সালমান খানের একটি ভিডিও প্রচার করে দাবি করা হয় তিনি বলেছেন দেশটাকে বাচাতে হলে শেখ হাসিনাকে সম্মানে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসুন। শেখ হাসিনার হাতে দেশ নিরাপদ।
এমন দাবিতে প্রচারিত প্রচারিত পোস্ট দেখুন এখানে।
Fact
বিষয়টির সত্যতা যাচাই করতে ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে NEWS24 এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ৯ ডিসেম্বরে প্রকাশিত মূল ভিডিওটি খুজে পাওয়া যায়।
ভিডিও থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গেছে, এটি ২০১৯ সালে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর উদ্বোধনী অনুষ্ঠানের ভিডিও। সেই অনুষ্ঠানে সালমান খানের সঙ্গে বলিউড তারকা ক্যাটরিনা কাইফও উপস্থিত ছিলেন।
উক্ত ভিডিওটিতে সালমান খানকে বলতে শোনা যায় ‘আমরা সত্যিই শেখ হাসিনাকে ভালোবাসি। তিনি তিন-তিনবারের প্রধানমন্ত্রী। কেবল নামেই হাসিনা নন, তিনি সব দিক থেকেই হাসিনা (সুন্দর)। তাঁর হৃদয় হাসিনা, ব্যবহার হাসিনা, তিনি দেখতে হাসিনা। তাঁর সুন্দর হাসি, সুন্দর চোখ, এমনকি কণ্ঠও অসাধারণ।’
সেসময়ে বিষয়টি নিয়ে একাধিক সংবাদমাধ্যম সংবাদ প্রকাশ করে দেখুন এখানে এবং এখানে।
Read More: ভারতে মসজিদ ভেঙে ফেলার পুরোনো ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার
তাছাড়া, সালমান খান সম্প্রতি শেখ হাসিনার পতন পরবর্তী সময়ে দাবিকৃত এমন কোনো মন্তব্য দেশীয় কিংবা ভারতীয় গণমাধ্যমে পাওয়া যায়নি।
সুতরাং, সালমান খানকে উদ্ধৃত করে ‘দেশটাকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে সম্মানে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসুন। শেখ হাসিনার হাতে দেশ নিরাপদ’ এমন মন্তব্য প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।
Result: False
Our Sources
NEWS24 YouTube
Prothom Alo
Ittefaq
যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।