বৃহস্পতিবার, নভেম্বর 21, 2024
বৃহস্পতিবার, নভেম্বর 21, 2024

HomeFact CheckFact Check: মাঠে ফিলিস্তিনের পতাকা হাতে খেলোয়াড়টি ক্রিস্টিয়ানো রোনালদো নন 

Fact Check: মাঠে ফিলিস্তিনের পতাকা হাতে খেলোয়াড়টি ক্রিস্টিয়ানো রোনালদো নন 

Claim
CR7 যিনি কিনা খ্রিস্টান হয়েও মাঠে ফিলিস্তিনের পতাকা হাতে আওয়াজ তুলেছেন
Fact
ফিলিস্তিনের পতাকা হাতে ব্যক্তিটি ক্রিস্টিয়ানো রোনালদো নন বরং মরোক্কান ফুটবলার জাওয়াদ এল এমিক

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে পর্তুগীজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ক্রিস্টান হয়েও ফিলিস্তিনের পক্ষে মাঠে পতাকা নিয়ে নামেন। প্রচারিত ভিডিওটি দেখুন এখানে এবং এখানে। 

রোনালদো

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Middle East Eye নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ০২ ডিসেম্বরে “World Cup: Morocco’s Jawad El Yamiq celebrates win over Canada with Palestinian flag” শিরোনামে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। 

এছাড়া, আন্তজার্তিক সংবাদমাধ্যম CNN এ একই সময়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

Conclusion

২০২২ কাতার বিশ্বকাপ ফুটবলে মরক্কোর বিপক্ষে কানাডার ম্যাচে মরোক্কান ফুটবলার জাওয়াদ এল ইয়ামিক এর ফিলিস্তিনের পতাকা সহিত জয় উদযাপন এর ভিডিওকে ক্রিস্টিয়ানো রোনালদোর ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে। 

Result: False

Our Sources
Middle East Eye
CNN


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular