বুধবার, জানুয়ারি 22, 2025
বুধবার, জানুয়ারি 22, 2025

HomeFact Check১০ বছর পরেও কোরআন হাফেজের অক্ষত লাশের দাবিটি মিথ্যা

১০ বছর পরেও কোরআন হাফেজের অক্ষত লাশের দাবিটি মিথ্যা

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “একজন হাফেজে কুরআনের  লাশ দশ বছর পরেও অক্ষত অবস্থায় আছে” দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে। এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে এবং এখানে। 

হাফেজ

ভিডিওতে দেখা যায় কাফনের কাপড় ও পলিথিনের সমন্বয়ে মোড়ানো একটি মৃতদেহ খোলা হচ্ছে।

ভাইরাল এই ভিডিওটি প্রায় ১৫ হাজার লাইক এবং সাড়ে ৩ হাজার বারের অধিক শেয়ার করা হয়েছে। 

Fact Check/ Verification

ভিডিওটির কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ইন্দোনেশিয়ান মূলধারার সংবাদমাধ্যম ‘Detik’ এ ২০১৮ সালের ২৩ জুলাইয়ে “Hoax Video of Imam Samudra’s Body, Police: That’s Napiter Yaser Bin Thamrin” (অনুবাদিত) শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot Detik

এছাড়া, Republika নামক অন্য আরেকটি ইন্দোনেশিয়ান সংবাদমাধ্যমে সেসময়ে প্রকাশিত প্রতিবেদনে একই তথ্য খুঁজে পাওয়া যায়।

উল্লেখ্য, একই ভিডিওটি এর আগে ‘২০০২ সালে বালিতে বোমা হামলার কারণে মৃত্যুদন্ডে দন্ডিত ইমাম সমুদ্রের অক্ষত লাশ’ দাবিতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ২০১৮ সালে ইন্দোনেশিয়ান ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ‘Kompas’ বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে।

Read More: নেটফ্লিক্স সিরিজের দৃশ্য পরীক্ষাগারে রক্তকণিকা থেকে করোনা ভাইরাস তৈরির পদ্ধতি দাবিতে ভাইরাল

নিউজচেকার যাচাই করে দেখছে ভাইরাল হওয়া দাবিটি সম্পূর্ণ মিথ্যা। মূলত, ভিডিওতে থাকা মৃত ব্যক্তির নাম ইয়াসের বিন তামরিন (Yaser bin Tamrin)। ইয়াসির ২০১৭ সালে ইন্দোনেশিয়ার গুনুং সিন্দুর রুতানে পুলিশ অফিসারকে গুলি করার অভিযোগে গ্রেফতার হয়ে কারাগারে বন্দী ছিলেন।  ২০১৮ সালের ১৭ জুলাইয়ে অসুস্থ হয়ে পড়ায় তাকে দক্ষিণ টাঙ্গেরং আঞ্চলিক হাসপাতালে ভর্তি করা হয়। এবং সেখানেই ইয়াসির মৃত্যুবরণ করেন।

Conclusion

২০১৮ সালে মারা যাওয়া ইন্দোনেশিয়ান এক ব্যক্তির মৃতদেহর একটি ভিডিওকে “এক হাফেজের লাশ ১০ বছর পরেও অক্ষত অবস্থায় রয়েছে” দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে। 

Result: False


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular