Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
গত ২৭ সেপ্টেম্বর খাগড়াছড়িতে পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার প্রতিবাদে ডাকা অবরোধ চলাকালে উত্তেজনা ও পাল্টাপাল্টি ধাওয়ার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। ওই অবরোধের সময় নিরাপত্তা বাহিনী ও পাহাড়িদের মধ্যে সংঘর্ষে অন্তত তিনজন নিহত হন। ঘটনার পরিপ্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে খাগড়াছড়ির বর্তমান পরিস্থিতি দাবি করে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।
এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ভাইরাল ভিডিও থেকে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে “dhenyprasetyo” নামক টিকটক অ্যাকাউন্টে গত ২৯ আগস্ট আলোচিত ভিডিওটির অনুরূপ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
@dhenyprasetyoo demo jakarta chaos #demojakarta #demojakartaharini ♬ suara asli – dhenyprasetyo
ভিডিওটির ক্যাপশন “demo jakarta chaos” থেকে বোঝা যায়, এটি ইন্দোনেশিয়ার একটি ভিডিও। পরবর্তীতে, একই ভিডিও ৩১ আগস্ট আরেকটি টিকটক অ্যাকাউন্টে প্রকাশিত হয়, যেখানে শিরোনাম থেকেই নিশ্চিত হওয়া যায়—দৃশ্যটি ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এক বিক্ষোভে পুলিশের হামলার ঘটনার।
উল্লেখযোগ্যভাবে, ইন্দোনেশিয়ায় সংসদ সদস্যদের মাসিক ভাতা বাড়ানোর সিদ্ধান্তকে কেন্দ্র করে গত ২৫আগস্ট শুরু হওয়া বিক্ষোভ ২৮ আগস্ট রাতে সহিংস রূপ নেয়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের এক পর্যায়ে ২১ বছর বয়সী এক মোটরসাইকেলচালক পুলিশের গাড়ির নিচে চাপা পড়ে নিহত হন। নিহত ব্যক্তি জাকার্তায় রাইড শেয়ারিং সেবায় যুক্ত ছিলেন। এ ঘটনার পর পশ্চিম জাভা থেকে শুরু করে বালি ও লোম্বকসহ বিভিন্ন দ্বীপাঞ্চলেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
অর্থাৎ, আলোচিত ভিডিওটি খাগড়াছড়িতে সংঘটিত সংঘর্ষের ঘটনার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছিল।
সুতরাং, ইন্দোনেশিয়ায় সংঘটিত বিক্ষোভকালীন ভিডিওকে সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ির সংঘর্ষের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।
Our Sources
TikTok Account (@dhenyprasetyo)
TikTok Account (@irham1711)
The Gurdian
BBC News Bangla