Claim
‘আসিফ মাহমুদ, ক্রীড়া উপদেষ্টা গ্রেফতার’ দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি ভিডিও প্রচার করা হয়। ভিডিওতে আসিফ মাহমুদ সবুজ ভুইঞাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে দেখা যায়। পোস্টটিতে আরও দাবি করা হয় সাকিব আল হাসান এর বিরুদ্ধে ফেসবুক পোস্টে অবস্থান নেয়ায় তাকে গ্রেফতার করা হয়।
পোস্টটি দেখুন এখানে।

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact
আসিফ মাহমুদের গ্রেফতাররের দাবিতে প্রচারিত টিকটক ভিডিওটির সত্যতা যাচাই করতে আমরা রিভার্স ইমেজ সার্চ পরিচালনা করি। অনুসন্ধানে আমরা দেশ টিভির ইউটিউব চ্যানেলে একটি সাদৃশ্যপূর্ণ ভিডিও পাই।
ভিডিওটি ‘রাতভর যৌথবাহিনীর অভিযান, হঠাৎ হাজির আসিফ মাহমুদ’ শিরোনামে গত ২৬শে ফেব্রুয়ারি ২০২৫ তাং-এ আপলোড করা হয়।
ভিডিওতে আসিফ মাহমুদের গ্রেফতারের কোন দৃশ্য বা সুত্র পাওয়া যায়নি । ভিডিওতে ডিএমপি কমিশনারের সাথে অভিযান চলাকালে সাক্ষাৎ এ কথা বলতে দেখা যায় আসিফ মাহমুদকে।
টিকটকের ভিডিওতে দাবি করা হয় গত ২৮শে সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিনে সাকিব আল হাসান তাকে শুভেচ্ছা জানিয়ে নিজ ফেসবুক পেইজে একটি পোস্ট দেন।
তার বিপরীতে আসিফ মাহমুদ সজীব ভুইঞা এর প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। এরই জের ধরে গ্রেফতার করা হয়। 
এদিকে, প্রচারিত ভিডিওটির মুল ভিডিও প্রায় ৮ মাস আগে তথা গত ২৬শে ফেব্রুয়ারি দেশ টিভিতে প্রচার করা হয়। যা সাকিব আল হাসানের পোস্টের পূর্বের তারিখের। 
উল্লেখ্য, শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে করা পোস্ট ও আসিফ মাহমুদের প্রতিক্রিয়া জানিয়ে পোস্ট কোন কারণেই কেউ গ্রেফতার হননি।
অর্থাৎ, উপদেষ্টা আসিফ মাহমুদের গ্রেফতারের দাবিতে টিকটক পোস্টটি মিথ্যা। মূল ভিডিওতে দেখা যায়, তিনি গ্রেফতার হননি বরং, যৌথবাহিনীর এক অভিযান চলাকালীন সময়ে সেখানে উপস্থিত ছিলেন।
Our Sources
Desh TV
সাকিব আল হাসান পোস্ট 



