Claim
আওয়ামী লীগের মিছিল আটকানো যাবে না দাবিতে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে প্রচার করা হয়। ভিডিওটির অডিওতে আওয়ামী লীগের পক্ষে একাধিক স্লোগান শোনা যায়।

Fact
আওয়ামী লীগের মিছিল” দাবীতে প্রচলিত ভিডিওটির সত্যতা যাচাই করতে আমরা প্রাথমিকভাবে রিভার্স ইমেজ সার্চ পরিচালনা করি। অনুসন্ধানে আমরা এসএ টিভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গত বছরের ২ আগস্ট ‘চট্টগ্রামে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা’ শিরোনামে একটি ভিডিও খুঁজে পাই। উক্ত ভিডিওটি ভাইরাল ভিডিওটির সাথে সাদৃশ্যতা দেখা যায় ।
ঘটনাটি চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকার শাহী মসজিদের প্রাঙ্গণের।
কি-ওয়ার্ড সার্চ করে এই স্থানে ছাত্রলীগের কোন বিক্ষোভ সমাবেশ সংক্রান্ত প্রতিবেদন পাওয়া যায়নি।
এছাড়াও, একাধিক প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ পরিচালনা করে চট্টগ্রামের একই এলাকার কিছু ভিডিওর সন্ধান মিলে, যা গত বছর “জুলাই আন্দোলনের” সময়কার তথা ২ আগস্টের।
ভিডিওগুলো দেখুন এখানে- নাগরিক টিভি ও প্রথম আলো।
সুতরাং, ভাইরলা ভিডিওটি ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের নয় বরং জুলাই আন্দোলনের।
Our Sources
নাগরিক টিভি ও প্রথম আলো।
SA TV


