বৃহস্পতিবার, জানুয়ারি 23, 2025
বৃহস্পতিবার, জানুয়ারি 23, 2025

HomeFact CheckFact check: পুলিশ কি আগুন ধরা বাসে পেট্রোল ঢালছে? জানুন বিস্তারিত

Fact check: পুলিশ কি আগুন ধরা বাসে পেট্রোল ঢালছে? জানুন বিস্তারিত

Claim
পুলিশ বাসে আগুন লাগাচ্ছে
Fact
মুলত রাজধানীতে একটি বাসে অবরোধকারীরা আগুন লাগালে তা নেভানোর চেষ্টা করছিলো পুলিশ। 

‘দেখুন বাসে পুলিশ আগুন দিচ্ছে’ দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটি ভিডিও ভাইরাল হয়। ভাইরাল ভিডিওতে দেখা যায় একজন পুলিশ একটি আগুন ধরা বাসে বোতল দিয়ে তরল জাতীয় কিছু ঢালছেন। দেখুন এখানে- টিকটক, টিকটফেসবুক, ফেসবুক, । 

পোস্টগুলোর স্ক্রিনশট দেখুন এখানে-

আগুন

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। 

Fact check/Verification

গুগল রিভার্স ইমেজ ও কি-ওয়ার্ড সার্চ করে আমরা চ্যানেল২৪ এর ইউটিউব চ্যানেলে ১ সপ্তাহ আগে আপলোড করা  ‘রাজধানীতে আবারও বাসে আগুন’ শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায় রাজধানীর মিরপুর-১০ এর গোল চত্বরে প্রজাপতি পরিবহন নামক একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। প্রতিবেদকের ভাষ্যমতে সাধারণ জনগণের পাশাপাশি পুলিশ সদস্যরাও বোতলে ভরে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। 

ভিডিও প্রতিবেদনটির ১ঃ১৮মিঃ থেকে ১ঃ২৩ সেকেন্ড এর মধ্যে ভাইরাল ভিডিওর সাদৃশ্য পাওয়া যায়। সেখানে দেখা যায় একজন পুলিশ সদস্য বোতল থেকে পানি ঢেলে বাসের আগুণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এর আগে ভিডিওটির ০০ঃ৫৪-০০ঃ৫৮ মিনিটে একজন ব্যক্তিকে বোতল থেকে পানি ঢালতে দেখা যায়।প্রতিবেদন অনুযায়ী খুব অল্প সময়ের মধ্যেই বাসটিতে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা এবং পুলিশ ও সাধারণ পথচারীরা একযোগে আশপাশ থেকে পানি সংগ্রহ করে আগুন নেভানোর চেষ্টা করেল। পরবর্তীতে সেখানে ফায়ার সার্ভিসও এসেছে বলে প্রতিবেদন থেকে জানা যায়। 

গত অক্টোবর থেকেই বিরোধী দলগুলো জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিয়মিত বিরতিতে পালন করছে হরতাল-অবরোধ। এতে করে বাসসহ বিভিন্ন পরিবহনে আগুন দেয়া নিয়মিত ব্যপার হয়ে উঠেছে। গত সপ্তাহে চতুর্থ দফায় ৪৮ ঘন্টার অবরোধ ডাকে বিরোধী দলগুলো। অবরোধ চলাকালে রাজধানীর মিরপুর-১০ -এ এই ঘটনা ঘটে। 

Conclusion

সুতরাং, পুলিশ সদস্যের বাসে আগুন লাগানোর দাবিতে ভাইরাল ভিডিওটি মিথ্যা। 

Result: False

Our Sources
channel24


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular