Fact Check
Fact check: গোপালগঞ্জের রমজান হত্যার দাবিতে পুরনো ঘটনার ভিডিও ভাইরাল

Claim– গোপালগঞ্জে রমজান মুন্সিকে গুলি করে হত্যা করছে পুলিশ।
Fact– ভাইরাল ভিডিওটি গত বছর ৫ই আগস্টের।
গত ১৬ ই জুলাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র গোপালগঞ্জের সভাকে কেন্দ্র করে সহিংসতা ঘটে। এই ঘটনার পর মাধ্যমে একাধিক ভিডিও গোপালগঞ্জ সহিংসতার দাবিতে ছড়িয়ে পড়ে। সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় কয়েকজন পুলিশ মিলে একজন ব্যক্তিকে সরাসরি গুলি করে দেয়। এতে করে ওই ব্যক্তি সাথে সাথে মাটিতে লুটিয়ে পরে। দাবি করা হচ্ছে ঘটনাটি গোপালগঞ্জের রমজান আলীকে হত্যা করছে পুলিশ। ভিডিওটি দেখুন এখানে, এখানে ও এখানে।

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact check/Verification
গোপালগঞ্জে রমজানকে হত্যার দাবিতে ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করতে আমরা প্রাথমিকভাবে রিভার্স ইমেজ সার্চ পরিচালনা করি। অনুসন্ধানে দেখা যায় উক্ত ভিডিওটি গোপালগঞ্জের রমজান হত্যার ভিডিও নয়। বরং গত বছর জুলাই অভ্যুত্থানের।
রিভার্স ইমেজ সার্চে আমরা গোপালগঞ্জের ঘটনার পুর্ববর্তী তারিখের একই ভিডিও সম্বলিত গত ২৪শে ডিসেম্বর এর একটি ফেসবুক ভিডিও পাই। দেখুন এখানে। ভিডিওটিতে ক্যাপশন দেয়া হয় ‘জুলাই মাসের ভিডিও ফুটেজ, এগুলা ভুলে যাইয়েন না।’
একই সাথে আমরা যমুনা টিভির একটি ইউটিউব প্রতিবেদন পাই যেখান থেকে জানা যায় ঘটনাটি গত বছর ৫ই আগস্ট এর কোনাবাড়িতে ঘটে যাওয়া হত্যাকান্ড। যেখানে পুলিশ হৃদয় নামের এক যুবককে প্রথমে থাপ্পর মারে এবং পরবর্তীতে গুলি করে হত্যা করে। ভিডিওটির টাইটেল ছিলো, ‘ পিঠে অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা, গ্রেফতার হলো সেই পুলিশ।’ প্রতিবেদনটি ২০২৪ সালের ৭ ই সেপ্টেম্বর প্রকাশ করা হয়।
এছাড়াও যমুনা টিভির অফিসিয়াল ফেসবুক পেইজে একই ঘটনার একই ফুটেজের একটি প্রতিবেদন পাওয়া যায়। দেখুন এখানে- ‘’৫ই আগস্ট কোনাবাড়িতে যেভাবে হত্যা করা হয় হৃদয়কে’
অপরদিকে গোপালগঞ্জে নিহত হওয়া ব্যক্তির নাম রমজান মুন্সি। গত ১৬ই জুলাই বুধবার এনসিপির সভাকে কেন্দ্র করে গোপালগঞ্জে সহিংসতা ছড়িতে পরলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর হয়ে ওঠে। ঠিক তখনই রিক্সাচালক রমজান মুন্সী গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দেখুন এখানে- জাগোনিউজ২৪ ও একুশে টেলিভিশন।
অর্থাৎ, ভাইরাল ভিডিওটি গোপালগঞ্জে নিহত রমজান মুন্সির নয়।
Conclusion
অতএব, এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জের সহিংসতার ঘটনার দাবিতে ভাইরাল ভিডিওটি মুলত গত বছর অভ্যুত্থানের সময়কার। ৫ই আগস্ট কোনাবাড়িতে হৃদয় হত্যার ভিডিওকে রমিজান মুন্সি হত্যার ভিডিও বলে প্রচার।
Result: False
Our Sources
Facebook post-এখানে।
Jamuna TV report
Jamuna TV FB post
জাগোনিউজ২৪ ও একুশে টেলিভিশন।