শনিবার, ডিসেম্বর 21, 2024
শনিবার, ডিসেম্বর 21, 2024

HomeFact Check১৪ ফেব্রুয়ারিতে পার্কে পুলিশের অভিযানের ভিডিওটি পুরোনো

১৪ ফেব্রুয়ারিতে পার্কে পুলিশের অভিযানের ভিডিওটি পুরোনো

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে গত ১৪ ফেব্রুয়ারিতে পার্কের ভেতর পুলিশ অভিযান করে ১০০ জন তরণ-তরুণীকে জরিমানা করে। ভাইরাল ভিডিওটি দেখুন এখানে, এখানে এবং এখানে। 

পুলিশ
Screenshot taken from TikTok

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি বিভ্রান্তিকর।

Fact-Check/Verification

ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ২০১৪ সালের ৪ আগস্টে ইউটিউবে একটি চ্যানেলে “Wander land , read for police (Bogra , Rajshahi) 2014” শিরোনামে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

এছাড়া, ২০১৫ সালেও একটি ইউটিউব চ্যানেলে একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়। পরবর্তীতে এর সূত্র ধরে The Dhaka Times অনলাইন পোর্টালে ২০১৩ সালের ১২ ই জুনে “বগুড়ায় ওয়ান্ডারল্যান্ড পার্কে পুলিশের অভিযান ॥ ২শ’ প্রেমিক” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

প্রতিবেদন হতে জানা যায় ২০১৩ সালের ১২ জুন বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম এলাকায় অবস্থিত ওয়ান্ডারল্যান্ড পার্কে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে অভিযান চালানো হয়। এই অভিযানে পার্কটি থেকে ২০০জন প্রেমিক যুগলকে আটক করা হয়। 

অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। 

Conclusion

২০১৩ সালে বগুড়ার ওয়ান্ডারল্যান্ড পার্কে পুলিশের একটি অভিযানের ভিডিওকে ‘১৪’ই ফেব্রুয়ারিতে পার্কের ভিতরে পুলিশের অভিযান দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে প্রচার করা হয়েছে। 

Result: Missing Context


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular