বুধবার, জানুয়ারি 22, 2025
বুধবার, জানুয়ারি 22, 2025

HomeFact CheckFact check: ওবায়দুল কাদেরের বক্তব্যকে বিকৃত করে প্রচার

Fact check: ওবায়দুল কাদেরের বক্তব্যকে বিকৃত করে প্রচার

Claim- ওবায়দুল কাদেরের বক্তব্য ‘শেখ হাসিনা জানে ইলেকশান হলে বিএনপি জিতবে, সেজন্যই শেখ হাসিনা ভয় পায়’

Fact- মুলত ৬ মাস আগে দেয়া ওবায়দুল কাদেরের  এক বক্তব্যকে বিকৃত করে প্রচার করা হচ্ছে। 

‘ওবায়দুল কাদেরের বক্তব্য ‘শেখ হাসিনা জানে ইলেকশান হলে বিএনপি জিতবে, সেজন্যই শেখ হাসিনা ভয় পায়’ দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি ভিডিও ভাইরাল হয়। বক্তব্যে ওবায়দুল কাদেরকে বলতে শোনা যায় শেখ হাসিনা জানে ইলেকশন হলে বিএনপি জিতবে, তাই শেখ হাসিনা ইলেকশনকে ভয় পায়।’ পোস্টটির স্ক্রিনশট দেখুন এখানে

ভাইরাল পোস্টের স্ক্রিনশট
ভাইরাল পোস্টের স্ক্রিনশট
কার্টেসিঃ টিকটক/ইউজার

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। 

Fact check/Verification

ওবায়দুল কাদেরের ভাইরাল বক্তব্যের কি-ওয়ার্ড ধরে সার্চ করে অনুসন্ধান করে সময় টিভির ইউটিউব হ্যান্ডেলে ৬ মাস আগে আপলোড হওয়া ‘শেখ হাসিনার জনপ্রিয়তাকে বিএনপি ভয় পায়’ শিরোনামে একটি ভিডিও পাওয়া যায়।

ইউটিউবে সময় টিভির চ্যনেলে মুক্ল বক্তব্য এর স্ক্রিনশট
ওবায়দুল কাদেরের মুল বক্তব্যের স্ক্রিনশট
কার্টেসিঃ সময় টিভি/ইউটিউব

 মুলত গত ৪ই মার্চ বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সংসদ সদস্য প্রয়াত মোছলেম উদ্দিন আহমদের শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এই কথাগুলো বলে থাকেন। প্রতিবেদন দেখুন এখানে- কালের কন্ঠ। 

অনুসন্ধানে দেখা যায় মুল বক্তব্যের বিভিন্ন অংশকে কেটে এডিট করে ভাইরাল বক্তব্যে এমনভাবে সাজানো হয়েছে যা অনেকটা এমন, ‘শেখ হাসিনা জানে ইলেকশন হলে বিএনপি জিতেব, সেইজন্যে শেখ হাসিনা ইলেকশন ভয় পায়।’ ভিডিওটি লক্ষ্য করে শুনলে দেখা যাবে কিছু শব্দের পরপরই ছোট ছোট বিরতি বা গ্যাপ শোনা যাচ্ছে। অন্যদিকে সময় টিভির ইউটিউব চ্যানেলে মুল বক্তব্য অনেকটা এরকম, ‘তারা জানে ইলেকশন হলে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ জিতবে। এই জন্যে তারা শেখ হাসিনাকে ভয় পায়। সেই জন্যে ফখরুলরা নির্বাচনে আসতে চায় না, নির্বাচনকে ভয় পায়। শেখ হাসিনাকে ভয় পায়, শেখ হাসিনার জনপ্রিয়তাকে বিএনপি ভয় পায়।’ ১ঃ১৪ সেকেন্ডের ভিডিওতে প্রথম ২৪ সেকেন্ড এই কথাগুলো বলতে শোনা যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরকে। মুলত এই বক্তব্যকেই কেটে কেটে এমনভাবে সাজানো হয়েছে যা তার দলের বিরোধী বক্তব্য হিসেবে প্রতীয়মান হচ্ছে।  

Conclusion 

সুতরাং, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মুল বক্তব্যকে বিকৃত করে ভাইরাল করা হচ্ছে। 

Result:False

Our Sources: 
মুল বক্তব্য- সময়টিভি, কালের কন্ঠ


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular