Claim
বাংলাদেশ থেকে আর্জেন্টিনা যেতে প্রয়োজন নেই ভিসার
Fact
শুধুমাত্র কূটনৈতিক এবং অফিশিয়াল পাসপোর্টধারীদের আর্জেন্টিনায় যেতে ভিসার প্রয়োজন নেই
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটিকে বাংলাদেশ থেকে আর্জেন্টিনা যেতে প্রয়োজন নেই ভিসার দাবিতে কিছু ভিডিও প্রচার করা হয়েছে। টিকটকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি বিভ্রান্তিকর।
Fact-Check/Verification
বিষয়টির সত্যতা যাচাই করতে একাধিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে ২৭ ফেব্রুয়ারিতে মূলধারার সংবাদমাধ্যম যুগান্তরে “আর্জেন্টিনা যেতে যাদের ভিসা লাগবে না” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন হতে জানা যায়, কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টে ভিসা অব্যাহতি চুক্তি সই করেছে বাংলাদেশ ও আর্জেন্টিনা, ফলে অফিসিয়াল পাসপোর্ট ও কূটনীতিকদের আর্জেন্টিনা যেতে ভিসা লাগবে না। ২৭ ফেব্রুয়ারিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো নিজ নিজ দেশের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।
এছাড়া বিষয়টি নিয়ে একাধিক মূলধারার গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে দেখুন এখানে এবং এখানে।
কূটনৈতিক এবং অফিশিয়াল পাসপোর্ট কি?
বাংলাদেশে তিন ধরণের পাসপোর্ট রয়েছে যথাক্রমে লাল, নীল এবং সবুজ রঙ এর। লাল রঙ এর পাসপোর্ট রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং তাদের স্পাউস অর্থাৎ স্বামী বা স্ত্রী ব্যবহার করেন। উল্লেখিত ব্যক্তিবর্গ ছাড়াও এই পাসপোর্ট ব্যবহার করতে পারেন উচ্চতর আদালতের বিচারপতি, পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পাবলিক সার্ভিস কমিশনের প্রধান, মন্ত্রণালয়ের সচিব এবং বিদেশে বাংলাদেশি মিশনের কর্মকর্তারা লাল পাসপোর্ট পান।এই পাসপোর্ট যাদের আছে, তাদের বিদেশ ভ্রমণের জন্য কোনো ভিসা প্রয়োজন হয় না। তারা সংশ্লিষ্ট দেশে অবতরণের পর অন-অ্যারাইভাল ভিসা পান।
নীল রঙ এর পাসপোর্ট হচ্ছে সরকারি কাজে কোনো কর্মকর্তা বা কর্মচারী যখন দেশের বাইরে ভ্রমণ করে তখন এই পাসপোর্ট ব্যবহার করে। এই পাসপোর্ট করার জন্য সংশ্লিষ্ট অফিসের গভর্নমেন্ট অর্ডার (জিও) প্রয়োজন হয়।
এছাড়া সবুজ রঙ এর পাসপোর্ট বাংলাদেশের সকল নাগরিকদের জন্য। সবুজ রঙের পাসপোর্টে বিদেশে গমনের জন্য সংশ্লিষ্ট দেশের ভিসার প্রয়োজন হয়।
অর্থাৎ, বাংলাদেশের সাথে আর্জেন্টিনার ভিসা অব্যাহতি চুক্তির আওতায় এই দুই ধরনের(নীল-লাল) পাসপোর্টধারীদের ভিসার প্রয়োজন হবে না।
Conclusion
কূটনৈতিক এবং অফিশিয়াল পাসপোর্টধারীদের আর্জেন্টিনায় যেতে ভিসা প্রয়োজন না হওয়ার তথ্যটিকে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে বিভ্রান্তিকরভাবে আর্জেন্টিনা যেতে ভিসার প্রয়োজন হবেনা দাবিতে প্রচার করা হয়েছে।
Result: Misleading
Our Sources
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।