বুধবার, জানুয়ারি 22, 2025
বুধবার, জানুয়ারি 22, 2025

HomeFact CheckFact check: মডেল মসজিদ নির্মাণে সৌদির ৮ হাজার ৭২২ কোটি টাকার অনুদান...

Fact check: মডেল মসজিদ নির্মাণে সৌদির ৮ হাজার ৭২২ কোটি টাকার অনুদান দেয়ার বিষয়টি গুজব 

Claim- ৫৬০টি মডেল মসজিদ নির্মাণে সৌদি আমাদের ৮ হাজার ৭২২ কোটি টাকার অনুদান দেয়
Fact– প্রকল্পটি সৌদি সরকার ২০১৭ সালে প্রত্যাখান করেন। 

মডেল মসজিদ নির্মাণে বাংলাদেশ সরকারকে ৮ হাজার ৭২২ কোটি টাকার অনুদান দেয়ার দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়। ভাইরাল পোস্টে বলা হয় বাংলাদেশে ৫৬০ টি মডেল মসজিদ নির্মাণে সৌদি সরকার বাংলাদেশকে সহায়তা করতে রাজি হয়। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে ৮ হাজার ৭২২ কোটি টাকার অনুদান দিতে রাজি হয় সৌদি সরকার। কিন্তু শেখ হাসিনা সরকার তা লুকিয়ে রেখেছিলো। জানতে দেয়া হয় নি কাউকে। পোস্টগুলো দেখুন এখানে, এখানে এখানে।  

ss of the viral post taken from FB
ss of the viral post taken from FB
ss of the viral post taken from TikTok

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। 

Fact check/Verification

মডেল মসজিদ নির্মাণে সৌদি সরকারের ৮ হাজার কোটি টাকার অনুদানের বিষয়টি সত্যতা যাচাই করতে গিয়ে সর্বপ্রথম আমরা কি-ওয়ার্ড সার্চ পরিচালনা করি। বিভিন্ন প্রতিবেদন সূত্রে জানা যায় সৌদি সরকারের কাছে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণে হাসিনা সরকার সহায়তা চেয়ে প্রস্তাব করেন। তবে ২০১৭ সালে সেই প্রস্তাবটি সৌদি সরকার প্রত্যাখ্যান করেন। প্রতিবেদন দেখুন এখানে- প্রথম আলো, বিবিসি বাংলা। 

 জেলা উপজেলা পর্যায়ে ৫৬০ টি মডেল মসজিদ নির্মাণ প্রকল্পটি সম্পর্কে ইসলামিক ফাউন্ডেশন এর বরাতে জানা যায়, প্রকল্পটি ২০১৪ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের অংশ ছিলো। যা ২০১৭ সাল থেকে ২০২০ সালের মধ্যে বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করে দেয়া হয়। এর বাজেট নির্ধারণ করা হয় ৮ হাজার ৭২২ কোটি টাকা। 

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, মডেল মসজিদের প্রাথমিক ব্যয় ৯ হাজার ৬২ কোটি টাকা ধরা হয়েছিলো। যার মধ্যে সৌদি সরকারের ৮ হাজার ১৭০ কোটি টাকা দেয়ার কথা ছিলো। কিন্তু ২০১৮ সালে একনেকের এক সভায় ৫৬০ টি মডেল মসজিদ প্রকল্প নির্মাণ ব্যয় ৮ হাজার ৭২২ কোটি টাকা নির্ধারণ করা হয়। 

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানান, “এটা এমন নয় যে তাদের অর্থায়ন করার কথা, আমরা রিকোয়েস্ট করেছিলাম, তারা সম্মত হয়েছে। এখন তারা আমাদের মানা করেনি, বা রিগ্রেট করেনি। তবে কি, এ ধরণের বড় প্রকল্পে কিছুটা সময় লাগে, বারো পনের মাস লাগে। নাথিং আনইউজুয়াল।”

অপরদিকে, ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেন,“তারা বলেছিল তারা টাকা দেবে, কিন্তু সেটা এখনো হাতে না পাওয়ায় সরকার কাজ শুরু করতে যাচ্ছে। এটা আল্লাহর ঘরের কাজ, পরে কেউ শরিক হতে চাইলে হবে, তাতে বাধা নেই। কিন্তু মসজিদের কাজ, আমরা তো ফেলে রাখতে পারি না।”

প্রকল্প নিয়ে সৌদি সরকারের বিলম্ব দেখে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ২০১৮ সালে সরকার নিজেই এই প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নিবে বলে ঘোষণা করেন। তবে সৌদি সরকার ৯টি মডেল মসজিদ নির্মাণে সহায়তা করতে রাজি হয়েছে। 

Conclusion

অতএব, সৌদ সরকারের ৫৬০ টি মডেল মসজিদ নির্মাণে সহায়তা করার কথা থাকলেও তা পরবর্তীতে আর বাস্তবায়ন হয় নি। সুতরাং, মডেল মসজিদ নির্মাণে ৮হাজার ৭২২কোটি টাকা সহায়তা করার দাবিটি মিথ্যা।

Result: False

Our Sources: 
প্রথম আলো, বিবিসি বাংলা। ইসলামিক ফাউন্ডেশন 


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular