শনিবার, ডিসেম্বর 21, 2024
শনিবার, ডিসেম্বর 21, 2024

HomeFact Checkনা, ভিডিওটিতে মেসি এবং নেইমার জাকির নায়েকের বক্তব্য শোনার নয়

না, ভিডিওটিতে মেসি এবং নেইমার জাকির নায়েকের বক্তব্য শোনার নয়

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে মেসি ও নেইমারের একসাথে বসে থাকার একটি ভিডিওতে জাকির নায়েকের বক্তব্যর একটি অডিও ক্লিপ জুড়ে দিয়ে দাবি করা হচ্ছে মনোযোগ দিয়ে ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনছেন মেসি ও নেইমার। টিকটকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে এবং এখানে। 

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। 

Fact-Check/Verification

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ফিফার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ২৪ অক্টোবর ২০১৭ সালে লাইভ স্ট্রিম করা “The Best FIFA Football Awards 2017 | Full Show” শিরোনামে মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। 

মেসি
Screenshot from FIFA YouTube Channel

এছাড়া USA Today তে একই সময়ে প্রকাশিত প্রতিবেদন হতে বিস্তারিত তথ্য এবং ছবি খুঁজে পাওয়া যায়। মূলত, ফিফা ২০১৭ সালে লন্ডনে ফিফা কর্তৃক আয়োজিত FIFA Football Awards এর আয়োজন করেছিল৷ সেই আয়োজনে আর্জেন্টাইন ফুটবলার মেসি ও ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার অংশগ্রহণ করেছিলেন এবংপাশাপাশি বসেছিলেন। এই অনুষ্ঠানের ছোট একটি ক্লিপ ইসলামী বক্তা ডা. জাকির নায়েকের একটি বক্তব্যর অংশের সঙ্গে যুক্ত করে মেসি ও নেইমারের ডক্টর জাকির নায়েকের বক্তব্য শোনার দাবিতে প্রচার করা হচ্ছে। 

Conclusion

২০১৭ সালে ফিফার একটি অনুষ্ঠানে মেসি এবং নেইমারের পাশাপাশি বসে থাকার ক্লিপের সঙ্গে ইসলামি বক্তা জাকির নায়েকের বক্তব্যর অডিও ক্লিপ জুড়ে দিয়ে সম্প্রতি জাকির নায়েকের বক্তব্য শোনার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে প্রচার করা হয়েছে।

Result: False  

Our Sources


FIFA
USA Today


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular