রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeFact CheckFact check: হিন্দুদের দেশ ছাড়ার হুমকি দিয়ে বক্তব্য দেননি সাইফুদ্দিন এমদাদ

Fact check: হিন্দুদের দেশ ছাড়ার হুমকি দিয়ে বক্তব্য দেননি সাইফুদ্দিন এমদাদ

Claim- ৭ দিনের মধ্যে দেশ ছাড়তে হুমকি দিলেন একজন মাওলানা
Fact- হিন্দুদের দেশ ছাড়ার হুমকি নয় বরং আওয়ামী লীগের দোসরদের দেশ ছাড়তে বলেছেন সমন্বয়ক এমদাদ। তিনি কোন মৌলভি নন। 

হিন্দুদের ৭ দিনের মধ্যে বাংলাদেশ ত্যাগ করতে বলে হুমকি দিচ্ছেন একজন মাওলানা দাবিতে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে বক্তার ভাষণের কিছু অংশ অনেকটা এরকম, “সাবধান হয়ে যাও, এক সপ্তাহের তোমাদেরকে আল্টিমেটাম দিয়ে দিলাম, এক সপ্তাহের আল্টিমেটাম। তারপর তোমাদেরকে দেখিয়ে দিবো। কখনো হিন্দু নামে, কখনো সং্খ্যালঘু নামে, কখনো চট্টগ্রাম প্রেসক্লাব নামে। চট্টগ্রামের প্রেসক্লাবের তারা কী বলেন? নেতা, লিডার বলেন!তথাকথিত সাংবাদিক নামে তাদেরকে বলে দিতে চাই তোমরা তালবাহানা করবা না।” ভিডিওগুলো দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানেএখানে। 

ভাইরাল পোস্টের স্ক্রিনশটটি টিকটক থেকে নেয়া হয়েছে
ভাইরাল পোস্টের স্ক্রিনশটটি ফেসবুক থেকে নেয়া হয়েছে

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। 

Fact check/ Verification

হিন্দুদের দেশ ছাড়তে ৭ দিনের আল্টিমেটাম দাবিতে ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করতে আমরা ভিডিওটির কি-ফ্রেম ও রিভার্স ইমেজ সার্চ পরিচালনা করি। 

ভিডিওটির কি-ফ্রেম সার্চ করে আমরা সামাজিক মাধ্যম ইউটিউবে একটি ভিডিও পাই। যার শেষের কয়েক সেকেন্ডে একই বক্তাকে একই কথা গুলো বলতে শোনা যায়। ভিডিওটি গত ২৮ সেপ্টেম্বর ‘জুলাই বিপ্লবের শহীদ পরিবার ও যোদ্ধাদের নিয়ে স্মৃতিচারণ ও সাংস্কৃতিক সন্ধ্যায় এমদাদ ভাইয়ার বক্তব্য’ শিরোনামে জুনাইদ আব্দুল্লাহ নামের একটি চ্যানেলে আপলোড করা হয়। 

ভিডিওটির ডেস্ক্রিপশন থেকে জানা যায় ইভেন্টটি চট্টগ্রামের শিরিষ তলা, সি আর বি চট্টগ্রাম এ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটির একটি সাংস্কৃতিক সন্ধ্যা নামে পর্বে বক্তা এই কথাগুলো বলেন। বক্তার নাম মোহাম্মদ সাইফুদ্দিন এমদাদ।

ইউটিউবের এই ভিডিওর সুত্র ধরে আমরা কিছু প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ পরিচালনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বক্তার ফেসবুক আইডি( Babu Amdad) খুঁজে পাই। 

আইডিতে গিয়েই প্রথমে ব্যবহারকারী তথা Babu Amdad এর টাইমলাইনে একটি পিন করা পোস্ট পাই। পোস্টটিতে তার বক্তব্যকে বিকৃত করে প্রচার করা হয় বলে তিনি বিস্তারিত একটি পোস্ট দেন।

তার টাইমলাইন ঘুরে আমরা মুল ভিডিওর সন্ধান পাই। ভিডিওটি গত ২৮শে সেপ্টেম্বর Babu Amdad এর নিজস্ব টাইমলাইনে “ওদেরকে বলে দেন ওরা যেন দ্রুত পলায়ন করে!” ক্যাপশনে আপলোড করা হয়।

মুল ভিডিওতে সাইফুদ্দিন এর বক্তব্য ছিলো, “আমি হুশিয়ার করে দিতে চাই। তাদের বিচারের জন্য যদি আবারও রাস্তায় নামা লাগে, আমরা আবারও রাস্তায় নামবো। এখনো তারা ষড়যন্ত্র করছেন। আপনারা জানেন কি না জানি না, কখনো হিন্দু নামে, কখনো সংখ্যালঘু নামে, কখনো চট্টগ্রাম প্রেস ক্লাব বলে, চট্টগ্রাম প্রেসক্লাবের তারা কী বলেন? নেতা, লিডার বলেন! তথা কথিত সাংবাদিক বলেন, তাদেরকে হুশিয়ার করে দিতে চাই, তোমরা তালবাহানা করবা না, গুটিয়ে, লেজ গুটিয়ে দেশ থেকে ভাগো। অতিসত্ত্বর ভেগে যাও, অতিসত্ত্বর ভেগে যাও। তোমার বাবারা ভেগে গেছে, তোমার দাদারা ভেগে গেছে, শেখ হাসিনা ভেগে গেছে। তোমরা ফাতরামি, ফাইজলামি করিও না। লটরফটর করিও না। সাবাধান করে দিতাসি। সাবধান হয়ে যাও, এক সপ্তাহের তোমাদেরকে আল্টিমেটাম দিয়ে দিলাম, এক সপ্তাহের আল্টিমেটাম। তারপর তোমাদেরকে দেখিয়ে দিবো। যতক্ষণ বেচে আছি তারপর তোমাদের দেখিয়ে দিব।” 

তার মুল বক্তব্যের সম্পূর্ণ ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায় তিনি জুলাই গণ হত্যার দায়ী ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসরদের উদ্দেশ্যে ভাষণ দেন। বক্তা তথা সাইফুদ্দিন এমদাদ তার বক্তব্যে শেখ হাসিনার নাম উল্লেখ করে কথা বলেন। কিন্তু বক্তব্যের একটি অংশ যেখানে তিনি হিন্দু শিব্দটি ব্যবহার করেন সেই শব্দটিকে বিশেষভাবে উল্লেখ করে এই প্রচারণা করা হয় যে তিনি হিন্দুদের দেশ ছেড়ে পালিয়ে যেতে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ গণ অভ্যুত্থানের সাইফুদ্দিন এমদাদ একজন সমন্বয়ক ও সক্রিয় অংশগ্রহণকারীও ছিলেন। তিনি আহতও হন। দেখুন এখানে- প্রথম আলো। 

অতএব, সাইফুদ্দিন এমদাদের বক্তব্যের অংশবিশেষ ব্যবহার করে ভাইরাল ভিডিওগুলো প্রচার করা হয়। 

Conclusion

সুতরাং, সাইফুদ্দিন এমদাদ হিন্দুদের দেশ ছেড়ে ভেগে যাওয়ার জন্য ৭ দিনের আল্টিমেটাম দেয় নি। অধিকন্তু তিনি কোন মাওলানা ও নন। তিনি একজন ফ্রিল্যান্স জার্নালিস্ট, জুলাই অভ্যুত্থানের সমন্বয়ক ও সক্রিয় অংশগ্রহণ করেন। 

Result: False

Our Sources: 
বক্তার পোস্টমুল ভিডিও। প্রথম আলো
ইউটিউব ভিডিও-‘জুলাই বিপ্লবের শহীদ পরিবার ও যোদ্ধাদের নিয়ে স্মৃতিচারণ ও সাংস্কৃতিক সন্ধ্যায় এমদাদ ভাইয়ার বক্তব্য’ 


যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular