Claim- লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রায় সংঘর্ষে নিহত দুই কর্মী
Fact- প্রকৃত নিহতের সংখ্যা একজন।
‘লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রায় আওয়ামী লীগ ও পুলিশের সাথে সংঘর্ষে নিহত ২’ দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু পোস্ট ভাইরাল হয়। পোস্টগুলো দেখুন এখানে- টিকটক, টিকটক, টিকটক, টিকটক, ফেসবুক, ফেসবুক, ফেসবুক ও ফেসবুক এবং টুইটার। এছাড়াও কিছু গণমাধ্যমেও এই পোস্ট ভাইরাল হয়- ডয়েচ ভেলে, আপন দেশ।
পোস্টগুলোর স্ক্রিনশট দেখুন এখানে-,
নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে যে দাবিটি মিথ্যা।
Fact check/Verification
গুগল কি-ওয়ার্ড সার্চ এর সাহায্যে উক্ত ঘটনার সত্যতা যাচাই করতে গিয়ে জাতীয় মুল ধারার গণ মাধ্যম থেকে জানা যায় লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রায় নিহতের সংখ্যা ১। প্রতিবেদন গুলো দেখুন এখানে- প্রথম আলো, ডেইলি ইনকিলাব, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড, বিডিনিউজ২৪ ও ডিবিসি নিউজ।
মূলত বিএনপি মিডিয়া সেল নামের ফেসবুক পেইজ থেকে সন্ধ্যা ৬ টা ৫৬ মিনিটে একটি পোস্ট করা হয়ে যেখানে বলা হয়, ‘লক্ষ্মীপুর জেলা বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রায় পুলিশ ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের গুলিতে নিহত দুই।’ যা পরবর্তীতে রাত ১১ঃ১৯ মিনিটে সম্পাদনা করে ‘লক্ষ্মীপুর জেলা বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রায় পুলিশ ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের গুলিতে নিহত কৃষক দল নেতা সজিব হোসেন,’ লিখা হয়।
এসব প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি বিএনপি দেশ ব্যাপি ২ দিনের শান্তিপুর্ণ পদযাত্রার আয়োজন করে। এসব পদযাত্রায় বিভিন্ন জেলায় পুলিশ ও আওয়ামি লীগের সাথে বিএনপি কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এসব সংঘর্ষে আহত হন শতাধিক কর্মী ও লক্ষ্মীপুরের কৃষক দল নেতা সজীব (৩০) প্রথমে আহত হন ও পরবর্তীতে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করেন। সদর হাসপাতালের চিকিতসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এছাড়াও চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন নিহতের সজীবের ঘটনার সত্যতা জানান প্রথম আলোকে।
উল্লেখ্য দেশ জুরে বিএনপির আয়োজিত পদযাত্রা চলাকালীন গত ১৮ই জুন লক্ষ্মীপুরে জেলা শহরে ঝুমুর সিনেমা হল ও রামগতি সড়কের হাসপাতালের সামনে পুলিশ ও নেতাকর্মীদের মাঝে বিকেল ৫ টার দিকে সংঘর্ষ শুরু হয়ে কয়েক দফায় চলে। এই সংঘর্ষের দরুনই চন্দ্রগঞ্জ থানার কৃষক দলের সদস্য সজিব নিহত হয়।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোহেল উদ্দীন এর মতে পদযাত্রা নিয়ে তারা নির্দিষ্ট এলাকার বাইরে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এদিকে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরি তার বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে সজিব হত্যার বিচার দাবি করেন। যদিও পুলিশ বলছে সজিব হত্যা একটি অরাজনৈতিক ঘটনা। যুগান্তর ও বণিক বার্তা।
সজীবের নিহতের ঘটনায় খুলনায় গতকাল শোক র্যালি বের করা হয়েছে।
Conclusion
সুতরাং, লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রায় দুই জন কর্মী নিহতের ঘটনাটি মিথ্যা।
Result: False
Our Sources:
প্রথম আলো, ডেইলি ইনকিলাব, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড, বিডিনিউজ২৪ ও ডিবিসি নিউজযুগান্তর ও বণিক বার্তা
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।