Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
Claim
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় একজন ব্যক্তি একটা ব্যাগ থেকে কিছু কঙ্কাল কবরে ফেলছেন। দাবি করা হচ্ছে এই কঙ্কালগুলো সম্প্রতি মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহত হওয়া শিশুদের। ভিডিওটি দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
ভিডিওর স্ক্রিনশট দেখুন এখানে-
নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact
মাইলস্টোন স্কুল এন্ড কলেজের নিহত শিশুদের কঙ্কাল খবরদার ঘটনাটির সত্যতা যাচাই করতে আমরা রিভার্স ইমেজ সার্চ পরিচালনা করি। অনুসন্ধানে আমরা দুর্ঘটনার পূর্ববর্তী কিছু তারিখে এই ভিডিও সম্বলিত কয়েকটি পোষ্ট পাই।
গত বাইশে জুলাই ২০২৫ তারিখে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের উপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি জঙ্গিবিমান প্রযুক্তিগত ত্রুটির কারণে আছরে পড়ে। এত করে এখন পর্যন্ত সরকারি তথ্য অনুযায়ী ২৯ জন নিহত হন। আহতরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। প্রতিবেদন দেখুন এখানে- বিবিসি বাংলা ও সময় নিউজ।
রিভার্স ইমেজ সার্চ এ আমরা বেশ কয়েকটি টিকটক ইউজার হ্যান্ডেলের সন্ধান পাই। এ সকল আইডিতে একই ভিডিও এবছরের জুন মাসে আপলোড করা হয়। দেখুনে এখানে- (১, ২ ও ৩)। ভিডিওগুলোর টেক্সট স্টিকার থেকে জানা যায় ভিডিওটি কাজলপাড়া কবরস্থানের। কাজল পাড়া জামালপুর সদর উপজেলার একটি স্থান। এই ভিডিওটি সর্বপ্রথম গত ২৭ জুন আপলোড করা হয়। ভিডিওতে লিখা আছে ঘটনাটি মুলত কাজল পাড়া কবরস্থান থেকে চুরি হয়ে যাওয়া লাশের কঙ্কাল উদ্ধার করে পুনরায় তা কবর দেয়ার।
পক্ষান্তরে মাইলস্টোনের বিমান দুর্ঘটনাটি অতি সম্প্রতি গত ২২ শে জুলাই সংঘটিত হয়।
সুতরাং, ভাইরাল ভিডিওটি মাইলস্টোন কলেজ দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের না।
Our Sources
TikTok video- ১, ২ ও ৩।