শনিবার, এপ্রিল 27, 2024
শনিবার, এপ্রিল 27, 2024

HomeFact CheckFact check: খালেদা জিয়া বাংলাপক্ষকে সমর্থন করে  দৈনিক ইত্তেফাককে কোন সাক্ষাৎকার দেন...

Fact check: খালেদা জিয়া বাংলাপক্ষকে সমর্থন করে  দৈনিক ইত্তেফাককে কোন সাক্ষাৎকার দেন নি

claim- খালেদা জিয়া ভারত বিরোধী বক্তব্য দিয়েছেন দৈনিক ইত্তেফাক এ।
fact- দৈনিক ইত্তেফাক এমন কোন সাক্ষাৎকার প্রকাশ করে নি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি পোস্ট দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রথম পাতার আদলে তৈরি করা একটি ইমেজ ভাইরাল হয়। সংবাদটির শিরোনামে লিখা ছিলো ‘পশ্চিমবঙ্গের বুকে বাংলাদেশের পতাকা দেখতে চাইলে বাংলাপক্ষের মতো সমস্ত বিচ্ছিনতাবাদী সংগঠনগুলোর হাত মজবুত করে তুলুন।’ দেখুন এখানে, এখানে এখানে। পোস্টগুলোর স্ক্রিনশট দেখুন এখানে-

screenshot of the viral post
courtesy: Facebook/User

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে যে দাবিটি মিথ্যা। 

Fact check/ Verification

গুগল কি-ওয়ার্ড সার্চ এর সাহায্যে অনুসন্ধান করে দৈনিক ইত্তেফাক সহ অন্যান্য কোন  পত্রিকায় এই সংক্রান্ত তথ্য বা সংবাদ খুজে পাওয়া যায় নি। আমরা একই সাথে দৈনিক ইত্তেফাক এর সকল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও এমন কোন সংবাদ খুজে পাই নি। দৈনিক ইত্তেফাক অনলাইন, দৈনিক ইত্তেফাক ফেসবুক, দৈনিক ইত্তেফাক ইউটিউব, বাংলাপক্ষ। 

গত কয়েকদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ কিছু আইডিতে খালেদা জিয়ার ছবি সম্বলিত একটি দাবি ভাইরাল হয়েছে যেখানে বলা হচ্ছে খালেদা জিয়া দৈনিক ইত্তেফাক-কে দেয়া এক সাক্ষাৎকারে পশ্চিমবঙ্গে ভারতের বাংলাপক্ষকে “বিচ্ছিন্নতাবাদী সংগঠন” হিসেবে উল্লেখ করে এই সংক্রান্ত সংগঠনগুলোকে মজবুত করে তুলতে বলেছেন। ভাইরাল ইমেজটি লক্ষ্য করলে দেখা যায় উপরে প্রকাশিত তারিখ হিসেবে ২৩ জুলাই, ২০২৩ এর উল্লেখ রয়েছে। আমরা দৈনিক ইত্তেফাক এর ২০২৩ সালের ২৩ শে জুলাই সংস্করণ পর্যবেক্ষণ করে এমন কোন সংবাদ খুজে পাই নি।

 এছাড়াও আমরা দৈনিক ইত্তেফাকের ডিজিটাল হেড শারাফাত হোসেনের সাথে যোগাযোগ করি এবং এ বিষয়ে জানতে চাই।  ,তিনি জানান  দৈনিক ইত্তেফাক-এর কোন সংস্করনেই এই ধরণের কোনো সংবাদ প্রকাশ হয় নি।  

ittefaq e-paper copy of 23rd July, 2023
courtesy: The Daily Ittefaq/Internet

এছাড়াও দৈনিক ইত্তেফাক ও এর পাতার লে-আউট ও ভাইরাল ইমেজের লে আউট এবং ফন্ট এর পার্থক্য রয়েছে। 

The Daily Ittefaq’s original font
courtesy: Interner/Ittefaq
Viral post’s font that claims to be ittefaq’s
courtesy: facebook/User

বিএনপি চেয়ার পারসন বেগম খালেদা জিয়া বেশ কিছুদিন ধরেই নানান শারিরীক জটিলতায় গুরুতর অসুস্থ। সাম্প্রতিক সময়ে পত্র-পত্রিকায় তার কোন রাজনৈতিক বক্তব্যও প্রকশিত হয় নি। উল্লেখ্য গত ৯ই আগস্ট বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। এরপর থেকে তিনি সেখানেই চিকিতসাধীন রয়েছেন। গত ১৮ই সেপ্টেম্বর তাকে সিসিউতে নেয়া হয়। পাশাপাশি তাকে বিদেশে চিকিতসা করানোর সুযোগ চেয়ে আপিল করা হয়েছে । এ বিষয়ে প্রতিবেদন দেখুন এখানে- প্রথম আলো। 

Conclusion 

সুতরাং, বাংলাপক্ষকে সমর্থন করে বেগম খালেদা জিয়ার ভাইরাল বক্তব্যটি ভিত্তিহীন ও মিথ্যা।

Result:False

Our Sources:
দৈনিক ইত্তেফাক অনলাইন, দৈনিক ইত্তেফাক ফেসবুক, দৈনিক ইত্তেফাক ইউটিউব, বাংলাপক্ষ
 দৈনিক ইত্তেফাক এর ২০২৩ সালের ২৩ শে জুলাই সংস্করণপ্রথম আলো


 সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular