বুধবার, জানুয়ারি 22, 2025
বুধবার, জানুয়ারি 22, 2025

HomeFact Checkঅভিনয়ের দৃশ্যকে মানুষ থেকে শিয়ালে পরিণত হওয়ার দাবিতে প্রচার

অভিনয়ের দৃশ্যকে মানুষ থেকে শিয়ালে পরিণত হওয়ার দাবিতে প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে “কুরআন কে অপমান করায় এই মেয়েটি মানুষের রুপ থেকে জানোয়ারের রুপে পরিনিত হয়েছে” দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে। এমন দুটি ভিডিও দেখুন এখানে এবং এখানে

ভাইরাল এই ভিডিও দুটিতে প্রায় ২১ হাজারের বেশি লাইক পেয়েছে এবং ৪ লাখের বেশি বার দেখা হয়েছে।

নিউজচেকার যাচাই করে দেখেছে ভাইরাল হওয়া ভিডিওটি কোরআন অবমাননা করায় মানুষ থেকে শিয়ালে পরিণত হওয়ার ঘটনার নয়।

Fact Check / Verification

ভিডিওটির কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম Al Arabia’ এ ২০১৪ সালের ২৫ জুনে “Foxy lady! Pakistan’s ‘half-human, half-fox creature’ is a zoo hit” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

মানুষ
Screenshot Al Arabia report

এছাড়া, যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম NTV এর ২০১৪ সালে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

মূলত, ভিডিওতে থাকা ব্যক্তিটির নাম মুরাদ আলী। তিনি পাকিস্তানের করাচি চিড়িয়াখানায় ঘুরতে আসা দর্শনার্থীদের আকর্ষণের জন্য মমতাজ বেগম নামের মহিলা ছদ্মবেশে পৌরাণিক প্রাণীর অর্ধ-নারী ও অর্ধ-শিয়াল চরিত্রে অভিনয় করেন।

Read More: মুসলিম শিক্ষার্থীদের জন্য নামাজ বাধ্যতামূলক করার তথ্যটি গুজব

Conclusion

পাকিস্তানের করাচি চিড়িয়াখানায় পৌরাণিক প্রাণীর অর্ধ-নারী ও অর্ধ-শিয়াল চরিত্রে অভিনয়ের ভিডিওকে কোরআন অবমাননা করায় মানুষ থেকে শিয়ালে পরিণত হওয়ার ঘটনার দাবিতে প্রচার করা হয়েছে।

Result: False Context | False


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular