Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
Claim
ফুটবল খেলার মাঝে মারা গেলেন এক ফুটবলার
Fact
ইন্দোনেশিয়ান ফুটবল লীগের ম্যাচে ফুটবলার রিকি আরিয়ানস্যাহ খেলা চলাকালীন সময়ে আহত হন এবং তিনি সুস্থ থাকেন
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি ফুটবল খেলার দৃশ্য প্রচার করে দাবি করা হচ্ছে “কার কখন মৃত্যু হবে কেউ জানেনা, তিনি ফুটবল খেলা অবস্থায় মারা যান”। টিকটকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে।
নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে CERITA BOLA INDONESIA নামের একটি ইউটিউব চ্যানেলে গত ০৮ মার্চে “CHRONOLOGY OF MADURA UNITED PLAYERS UNCONSCIOUS AFTER SCORE GOALS” শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
পরবর্তীতে, ১৫ মার্চে ইন্দোনেশিয়ান সংবাদমাধ্যম BOLA তে প্রকাশিত ” BRI Liga 1: Having Collapsed When Met PSIS, Ricki Ariansyah Gets a Longer Rest from Madura United” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন হতে জানা যায়, ইন্দোনেশিয়ান ফুটবল লিগ এর ক্লাব মাদুরা ইউনাইটেডের ফুটবলার রিকি আরিয়ানস্যাহ গত ৭ মার্চে পিএসআইএস সেমারাং নামের ক্লাবের বিপক্ষে খেলার সময়ে আহত হন। পরবর্তীতে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তিনি বেঁচে আছেন।
পাশাপাশি ইন্দোনেশিয়ান অপর সংবাদমাধ্যম Postsen এ প্রকাশিত এক প্রতিবেদনেও মাদুরা ইউনাইটেড টিমের কোচের বক্তব্য পাওয়া যায় যে রিকি আরিয়ানস্যাহ সুস্থ আছেন।
ইন্দোনেশিয়ান ফুটবল লীগের ম্যাচে ফুটবলার রিকি আরিয়ানস্যাহ খেলা চলাকালীন সময়ে আহত হওয়ার একটি ভিডিওকে মৃত্যু হয়েছে দাবিতে টিকটকে প্রচার করা হচ্ছে।
Our Sources
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।