শুক্রবার, এপ্রিল 26, 2024
শুক্রবার, এপ্রিল 26, 2024

HomeFact Checkভূমিকম্পের সময় ইমামের নামাজ না ছাড়ার ভিডিওটি তুরস্কের নয়

ভূমিকম্পের সময় ইমামের নামাজ না ছাড়ার ভিডিওটি তুরস্কের নয়

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে মসজিদের ভেতর নামাজ পড়ারত অবস্থায় ভূমিকম্পের একটি ক্লিপকে প্রচার করে দাবি করা হচ্ছে “তুরস্কে ভূমিকম্পের সময়ও ইমাম নামাজ ছাড়েনি”। ভাইরাল ভিডিওটি দেখুন এখানে, এখানে এবং এখানে। 

তুরস্ক

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ব্রিটিশ গণমাধ্যম BBC Bangla এর ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ৮ আগস্ট ‘মসজিদে ভূমিকম্পের সময় পালিয়ে যাননি যে ইমাম‘ শিরোনামে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। 

এছাড়া, অপর ব্রিটিশ গণমাধ্যম The Guardian এর ইউটিউব চ্যানেলও ২০১৮ সালের ৬ আগস্ট প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

মূলত, ভিডিওটি ২০১৮ সালের আগস্টে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প চলাকালীন সময়ে বালির একটি মসজিদের ইমাম নামাজ পড়ানো অব্যাহত রাখার ক্লিপ।

Conclusion

২০১৮ সালে ইন্দোনেশিয়ার ভূমিকম্পের সময় বালিতে নামাজরত একজন ইমামের ভিডিওকে তুরস্কের ভূমিকম্পের ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে প্রচার করা হয়েছে। 

Result: False


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular