Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
সম্প্রতি সামাজিক মাধ্যম টিকটকে ‘আওয়ামী লীগের সকল কর্মীরা মাঠে নেমে গেছেন এখন আওয়ামী লীগ আমরা ক্ষমতায় আসতে চলেছে’ শিরোনামে ক্ষমতাচ্যুত ও দলীয় কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপিত রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিল দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে।
এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করতে, ভিডিও থেকে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে সময় টিভির ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১৭ আগস্ট প্রকাশিত ‘প্রায় আড়াই বছর পর রাজপথে আওয়ামী লীগ!’ শিরোনামের একটি ভিডিও খুঁজে পাওয়া গেছে। উক্ত ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির স্পষ্ট সাদৃশ্য লক্ষ্য করা যায়।
ভিডিওটি পর্যবেক্ষণে দেখা যায় যে, এর ০০:০১ থেকে ০০:৩২ সেকেন্ড পর্যন্ত অংশ আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে। ভিডিওর বিবরণ থেকে জানা যায়, ২০০৫ সালে সারাদেশে সংঘটিত সিরিজ বোমা হামলার প্রতিবাদে তৎকালীন ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে ঢাকা মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ওই কর্মসূচিতে অংশ নেন।
তাছাড়া, উক্ত বিষয়টি নিয়ে সে সময় একাধিক সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে দেখুন এখানে এবং এখানে।
সুতরাং, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের মিছিলের ভিডিও দাবিতে দলটির ২০২২ সালের একটি বিক্ষোভ মিছিলের ভিডিও প্রচার করা হয়েছে যা মিথ্যা।
Our Sources
SOMOY TV
Bangla News 24
Prothom Alo
Rifat Mahmdul
July 22, 2025
Sayeed Joy
June 20, 2025
Rifat Mahmdul
May 24, 2025