Claim
আওয়ামী লীগ কর্মীদের গোপনে ট্রেনিং দিয়ে বহিষ্কার হলেন সেনাপ্রধান, দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম tiktok এ বেশ কিছু ভিডিও ভাইরাল হয়। ভিডিওগুলোতে দাবি করা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকাররুজ্জামান আওয়ামী লীগী কর্মীদের গোপনে মিলিট্যান্ট (জঙ্গি)ট্রেনিং দিয়েছেন। এবং এই পরিপ্রেক্ষিতে ঘটনার সাথে নিজের সম্পৃক্ততা স্বীকার করেছেন। অত:পর তাকে বহিষ্কার করা হয়।
পোস্টগুলো দেখুন এখানে ও এখানে।

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact
ভাইরাল দাবিটি সত্যতা যাচাই করতে প্রাথমিকভাবে আমরা প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ পরিচালনা করি। অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগের কিছু কর্মীদেরকে গোপনে ট্রেনিং দেওয়ার অভিযোগে বহিষ্কৃত সেরা কর্মকর্তার নাম মেজর সাদিক, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নয়। প্রতিবেদন দেখুন এখানে- ইউএনবি ও এটিএন নিউজ লাইভ।
সম্প্রতি, মেজর সাদিক নামে এক সেনাকর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠে আওয়ামী লীগ কর্মীদের গোপনে বসুন্ধরায় গেরিলা ট্রেনিং প্রদান করার। ঘটনাটি সংবাদ ও সামাজিক যোগাযোগা মধ্যমে ছড়িয়ে পড়লে মেজর সাদিককে সেনা হেফাজতে নেয়া হয়। প্রতিবেদন দেখুন এখানে- যুগান্তর ও ঢাকা পোস্ট।
অপরদিকে, এই ঘটনায়গত ৭ই আগস্ট সন্ত্রাসবিরোধী আইনে মেজর সাদিকের স্ত্রীকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। একাত্তর টিভি ও যমুনাটিভি।
ইতিমধ্যে মেজর সাদিকের স্ত্রী রিমান্ড শেষে আদালতে জবানবন্দি দিয়েছেন।প্রথম আলো ও বাংলা ট্রিবিউন।
অর্থাৎ, আওয়ামী লীগ কর্মীদের গোপন ট্রেনিংয়ের সাথে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কোন সম্পৃক্ততা নেই। ভাইরাল ভিডিওর দাবিটি বিকৃত।
Result: False
Our Sources:
ইউএনবি ও এটিএন নিউজ লাইভ।
যুগান্তর ও ঢাকা পোস্ট।
একাত্তর টিভি ও যমুনাটিভি।