শুক্রবার, জানুয়ারি 10, 2025
শুক্রবার, জানুয়ারি 10, 2025

HomeFact Checkমেয়ের সাথে আলিয়া ভাটের প্রচারিত ছবিটি এডিটেড

মেয়ের সাথে আলিয়া ভাটের প্রচারিত ছবিটি এডিটেড

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের একটি ছবি প্রচার করে দাবি করা হচ্ছে “মেয়ে রাহার সাথে আলিয়া”। প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। 

ভাট

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে প্রেগ্নেন্সী এবং প্যারেন্টিং ভিত্তিক ওয়েবসাইট BabyCenter এ “Solids by age: birth to six months” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবিটির ক্যাপশনে দেয়া রয়েছে “Andrea Gomez for BabyCenter”। 

Screenshot taken from Babycenter

এছাড়া, ২০১৮ সালের ১৮ জুনে জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার ওয়েবসাইটে “নবজাতকের প্রথম খাবার মায়ের বুকের দুধ” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনেও আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।

পাশাপাশি বিভিন্ন সময় ছবিটি প্রতীকী হিসেবে জনকণ্ঠ, ভোরের কাগজ, জাগো নিউজ সহ একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসেছে।

Read More: সুইডেনে কোরআন পোড়ানোর ভিডিওটি পুরনো

পরবর্তীতে, বিস্তর অনুসন্ধানের মাধ্যমে Babycenter এর ওয়েবসাইটে অন্য আরেকটি প্রতিবেদনে একই নারীর কোলে শিশুর ভিন্ন এঙ্গেলে ভিন্ন একটি যায়গায় তোলা একটি ছবি পাওয়া যায়। 

Screenshot taken from Babycenter

Conclusion

প্রতীকী ছবি হিসেবে প্রচার হয়ে আসা একটি ছবিকে ডিজিটাল প্রযুক্তির সাহায্যে এডিট করে আলিয়া ভাটের মুখের ছবি বসিয়ে আলিয়া ও তার মেয়ে রাহার ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। 

Result: Altered Photo/Video


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular