Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে সুইডেনে কোরআন শরীফে আগুন দিতে বলেছে সুইডেন সরকার। প্রচারিত এমন কিছু ভিডিওটি দেখুন এখানে এবং এখানে।
উল্লেখ্য, সুইডেনের রাজধানী স্টকহোমে তুরস্কের দূতাবাসের সামনে কট্টর ডানপন্থী এক ব্যক্তি পবিত্র কোরআন পুড়িয়েছেন এতে ক্ষুব্ধ তুরস্ক সহ মুসলিম বিশ্ব।
নিউজচেকার যাচাই করে দেখেছে, প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর।
ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম New Turk Post এ ২০২০ সালের ২৯ আগস্টে “Angry response from Turkey to the incident of burning the Koran in Sweden” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে ভিডিওর অংশের একটি স্থিরচিত্র পাওয়া যায়।
প্রতিবেদন হতে জানা যায়, ২০২০ সালে সুইডেনে নব্য-ফ্যাসিবাদী রাজনীতিক দল পবিত্র কোরআন পুড়িয়েছে এতে তুরস্ক তীব্র প্রতিক্রিয়া জানায়।
Read More: ভূমি আইন পাস সম্পর্কিত ফেসবুকে প্রচারিত তথ্যটি ভুয়া
এছাড়া, একই ভিডিওর স্থিরচিত্র সহ সেসময়ে আলজাজিরায় প্রকাশিত প্রতিবেদনেও খুঁজে পাওয়া যায়।
পরবর্তীতে, ইউটিউবে ২০২০ সালে প্রকাশিত আলোচিত সেই কোরআন পোড়ানোর ঘটনার মূল ভিডিও পাওয়া যায়। দেখুন এখানে এবং এখানে।
সম্প্রতি সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে দুই বছর আগের ঘটনার ভিডিওকে প্রচার করা হয়েছে।
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।