বুধবার, জানুয়ারি 22, 2025
বুধবার, জানুয়ারি 22, 2025

HomeFact CheckFact Check: ডিবি প্রধান হারুন অর রশিদ এর পদত্যাগের দাবিতে প্রচারিত তথ্যটি...

Fact Check: ডিবি প্রধান হারুন অর রশিদ এর পদত্যাগের দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়

Claim
ক্ষমা চেয়ে পদত্যাগের ঘোষণা দিলো ডিবি প্রধান হারুন অর রশিদ
Fact
ডিবি প্রধান হারুন অর রশিদের পতদ্যাগ সম্পর্কিত এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া সংযুক্ত ভিডিওটি ৪ বছর পুরোনো নারায়ণগঞ্জ থেকে তাকে প্রত্যাহারের সময়কার।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট গোয়েন্দা শাখা বা ডিবি প্রধান ডিআইজি হারুন-অর-রশিদ ক্ষমা চেয়ে পদত্যাগের ঘোষণা দিলেন দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়। ভিডিওটি দেখুন এখানে। 

ডিবি

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

বিষয়টির সত্যতা যাচাই করতে একাধিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে দেশীয় মূলধারার কোনো সংবাদমাধ্যমে ডিবি প্রধান ডিআইজি হারুন-অর-রশিদের পদত্যাগ সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

তাছাড়া, প্রচারিত টিকটক ভিডিওটিতে হারুন অর রশিদের আবেঘন মুহুর্তের কিছু ক্লিপ এবং সংবাদ পাঠিকার একটি ক্লিপ দেখতে পাওয়া যায়। অনুসন্ধানের মাধ্যমে ক্লিপটি মূলধারার গণমাধ্যম এনটিভির ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ৪ নভেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদনে খুঁজে পাওয়া যায়। 

তাছাড়া, অপর আরেক গণমাধ্যম একুশে ই-টিভির ইউটিউব চ্যানেলে সেসময়ে হারুন অর রশিদের আবেঘণমুহুর্তের ভিডিওটি খুঁজে পাওয়া যায়। 

Read More: সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ কি পুলিশকে নিয়ে মন্তব্য করেছেন? জানুন বিস্তারিত 

মূলত ২০১৯ সালে তখনকার নারায়ণগঞ্জ জেলার এসপি হারুন অর রশিদের উপর পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেমের ছেলে শওকত আজিজের স্ত্রী ও পুত্রকে রাজধানীর গুলশান থেকে নারায়ণগঞ্জে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে বদলি করা হয়েছিলো। 

Conclusion 

৪ বছর পুরোনো ভিন্ন ঘটনার ক্লিপ সংযুক্ত করে ডিবি প্রধান হারুন অর রশিদ ক্ষমা চেয়ে পদত্যাগের ঘোষনা দিয়েছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে প্রচার করা হয়েছে। 

Result: False

Our Sources
NTV News
Ekushey Television
Prothom Alo


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের WhatsApp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular