বৃহস্পতিবার, নভেম্বর 21, 2024
বৃহস্পতিবার, নভেম্বর 21, 2024

HomeFact Checkনা, শিরিন শারমিন চৌধুরী বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হননি

না, শিরিন শারমিন চৌধুরী বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হননি

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে দাবিতে কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলি দেখুন এখানে এবং এখানে। 

শিরিন

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

কিওয়ার্ড সার্চের মাধ্যমে জাতীয় দৈনিক বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে গত ২৫ জানুয়ারিতে “২২তম রাষ্ট্রপতি নির্বাচন ১৯ ফেব্রুয়ারি: সিইসি” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

Screenshot taken from Bangla Tribune

প্রতিবেদন হতে জানা যায় বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচন আগামী ১৯ ফেব্রুয়ারি। রাষ্ট্রপতি পদে আগ্রহী প্রার্থীদের ১২ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনি কর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে।গত বুধবার (২৫ জানুয়ারি) নির্বাচন কমিশন এই ভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। 

অর্থ্যাৎ, রাষ্ট্রপতি নির্বাচন এখনো অনুষ্ঠির হয়নি এবং পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন সেটি ১৯ ফেব্রুয়ারির আগে জানার সুযোগ নেই।

Read More: ভূমি আইন পাস সম্পর্কিত ফেসবুকে প্রচারিত তথ্যটি ভুয়া

পরবর্তীতে, অন্য জাতীয় দৈনিক ইত্তেফাকে গতকাল (২৬ জানুয়ারি) এ “বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হচ্ছেন শিরীন শারমিন?” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

Screenshot taken from Daily Ittefaq

প্রতিবেদন হতে জানা যায়, আওয়ামী লীগের শীর্ষস্থানীয় সূত্রগুলো ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে (আইএএনএস) জানিয়েছে, মতিয়া চৌধুরী ও আমির হোসেন আমুর মতো দলের সিনিয়র নেতাদের নাম আসলেও ক্ষমতাসীন দল শিরীন শারমিনকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে।

অর্থ্যাৎ, শিরিন শারমিন চৌধুরী প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে অন্যতম হিসেবে বিবেচিত হচ্ছেন। তবে, এখনো রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়নি বিধায় শিরিন শারমিন চৌধুরীই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কি না সেটি এখনো নিশ্চিত নয়।

তাছাড়া, স্পিকার শিরিন শারমিন চৌধুরীর অফিশিয়াল ফেসবুক পেজে এ ব্যাপারে কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি।

Conclusion

বাংলাদেশ সংসদের বর্তমান স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে প্রচার করা হচ্ছে যা এখন পর্যন্ত মিথ্যা।

Result: False


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular