সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্যান্সারে আক্রান্ত হয়ে টলিউড অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মৃত্যু পরবর্তীতে তার প্রেমিক সব্যসাচীর ঐন্দ্রিলার কপালে সিঁদুর ও মালা পরানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে।
নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা
Fact-Check/Verification
ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ভারতের আসামের গণমাধ্যম Pratidin Time এ ১৯ নভেম্বর “বিতোপনে সেন্দুৰ পিন্ধাই মৃত প্রেয়সী প্রার্থনাক দিলে অন্তিম বিদায়” শিরোনামে প্রচারিত মূল ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
ভিডিওটির শিরোনামকে আসামের ভাষা থেকে বাংলায় অনুবাদ করে জানা যায়, বিতোপন সিঁদুর পরিয়ে মৃত প্রেয়সী প্রার্থনাকে অন্তিম বিদায় দিল। অর্থাৎ, ভিডিওটিতে থাকা প্রেমিক-প্রেমিকার নাম বিতোপন ও প্রার্থনা৷ প্রার্থনার মৃত্যুর পর বিতোপন তাকে সিঁদুর পরিয়ে বিদায় দেয়।
এছাড়া, ভারতের আরেকটি অনলাইন গণমাধ্যম Arunachal News Live এ ১৯ নভেম্বর প্রকাশিত একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
ভিডিওটির শিরোনাম হতে জানা যায়, গত শুক্রবার প্রেমিকা প্রার্থনা অসুস্থতার সাথে লড়াই করে মারা যায়। মৃত্যুর পর প্রেমিক বিতোপন তামুলি প্রার্থনার নিহত দেহের পাশে বসে তার কপালে সিঁদুর ও গলায় মালা পরিয়ে দেয়।
Read More: ছবিটি বিশ্বকাপ উপলক্ষে কাতারে আর্জেন্টিনা সমর্থকদের নয়
Conclusion
ঐন্দ্রিলা শর্মার মৃত্যু পরবর্তীতে তার প্রেমিক সব্যসাচীর ঐন্দ্রিলার কপালে সিঁদুর ও মালা পরানোর দাবিতে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি তাদের নয় বরং ভিডিওটি ভারতের আসামের বিতোপন ও প্রার্থনা নামের প্রেমিক যুগলের।
Result: False
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।