সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি প্রচার করে দাবি করা হচ্ছে “ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কাশিমপুর কারাগারে মাওলানা আব্দুর রউফ সাহেব ইন্তেকাল করেছেন”। প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি বিভ্রান্তিকর এবং পুরোনো
Fact-Check/Verification
“কাশিমপুর, মাওলানা আব্দুর রউফ” কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে বাংলাদেশের মূলধারার পত্রিকা ‘দৈনিক যুগান্তর’ এর অনলাইন সংস্করণে ২০২১ সালের ৮ সেপ্টেম্বর “কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হুজি সদস্যের মৃত্যু” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, মাওলানা আব্দুর রউফ ২১ আগস্ট গ্রেনেড হামলার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে কোটালীপাড়ায় বোমা পুঁতে রাখার মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন৷ তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার, পার্ট-২-তে ২০২১ সালের ৭ সেপ্টেম্বর বন্দি থাকা অবস্থায় বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করলে তাকে কারা হাসপাতালে পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Read More: ভাইরাল ভিডিওটি সাইপ্রাসের সমুদ্রসৈকতে জলস্তম্ভের, ঘুর্নিঝড় সিত্রাং এর নয়
অর্থাৎ, কাশিমপুর কারাগারে মাওলানা আব্দুর রউফ গত বছরের ৭ সেপ্টেম্বর মারা গিয়েছিলেন। এছাড়া, সে সময়ে যমুনা টিভি, নিউজ ২৪ বিডি সহ একাধিক মূলধারার গণমাধ্যমের অনলাইন সংস্করণে বিষয়টি নিয়ে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়, দেখুন এখানে, এখানে এবং এখানে।
Conclusion
২০২১ সালে কাশিমপুর কারাগারে মাওলানা আব্দুর রউফের মৃত্যুর সংবাদটি সাম্প্রতিক সময়ে প্রচারিত মৃত্যু দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
Result: Missing Context
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।