শুক্রবার, মে 9, 2025
শুক্রবার, মে 9, 2025

HomeFact CheckFact Check: ভারতের যুদ্ধ বিমান বাংলাদেশ বিমান বাহিনী ভূপতিত করেছে দাবিতে এআই...

Fact Check: ভারতের যুদ্ধ বিমান বাংলাদেশ বিমান বাহিনী ভূপতিত করেছে দাবিতে এআই তৈরি ছবি প্রচার

Claim

সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনী ভারতের যুদ্ধ বিমান ভূপতিত করার দাবিতে একটি ছবি সামাজিক মাধ্যম টিকটকে প্রচারিত হয়েছে।

যুদ্ধ

এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে। 

Fact

বিষয়টির সত্যতা যাচাই করতে ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে  ‘USMC’ নামের একটি ইউটিউব চ্যানেলের গত বছরের ১৮ অক্টোবর প্রকাশিত একটি ভিডিওতে একই ছবিটি থাম্বনেইল হিসেবে ব্যবহার হতে দেখা যায়। 

যদিও ভিডিওর শিরোনামে দুইটি দেশের মধ্যে বিমানযুদ্ধের দাবি করা হয়েছে, তবে চ্যানেলটি পর্যবেক্ষণ করে দেখা যায় যে, এর ‘অ্যাবাউট’ সেকশনে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে—চ্যানেলটি ওয়ার-সিমুলেশন গেমের ভিডিও প্রকাশ করে। এছাড়াও, ভিডিওর বর্ণনায় ‘Playing Arma III’ উল্লেখ করা হয়েছে, যা একটি যুদ্ধ-ভিত্তিক সিমুলেশন ভিডিও গেম। 

বিষয়টি আরও নিশ্চিত হতে আলোচিত ছবিটি এআই কনটেন্ট শনাক্তকারী দুটি প্ল্যাটফর্ম—সাইটইঞ্জিন ও হাইভ মডারেশন টুলে পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার ফলাফলে দেখা যায়, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা যথাক্রমে ৯৯ শতাংশ এবং ৮৫ শতাংশ।

Screenshot taken from SightEngine
Screenshot taken from HiveModeration Tools

এছাড়া, যদি বাংলাদেশ বিমান বাহিনী ভারতের কোনো যুদ্ধবিমান ভূপাতিত করতো, তবে সেটি বাংলাদেশ, ভারতসহ আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক কভারেজ পেত কিন্তু এ ক্ষেত্রে তেমন কোনো প্রতিবেদন প্রকাশিত হয়নি।

সুতরাং, এআই দিয়ে তৈরি একটি ছবিকে ব্যবহার করে বাংলাদেশ বিমান বাহিনী ভারতের একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে এমন একটি দাবি প্রচার করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা। 

Result: False

Our Sources
USMC YouTube 
SightEngine and Hivemoderation Tool Result


যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে  আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular