Claim
ভারতের রাফায়েল বিমান ভুপাতিত করলো পাকিস্তান দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে একটি ফাইটার জেটকে মুহুর্মুহু হামলা করে ভুপাতিত করা হয়। ভিডিওগুলো দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
ভিডিওগুলোতে দাবি করা হচ্ছে ভূপাতিত বিমানটি ভারতের যুদ্ধ বিমান রাফায়েল।
নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact
ভারতের রাফায়েল বিমান ধ্বংসের দাবিতে ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করতে আমরা একাধিক রিভার্স ইমেজ সার্চ পরিচালনা করি। অনুসন্ধানে দেখা যায় গত ৭ই মে ভারত-পাকিস্তান সংঘাতের সুত্রপাত হলেও ভাইরাল ভিডিওটি গত ১৯ শে এপ্রিল একটি ফেসবুক পেইজে আপলোড করা হয়।
এছাড়াও নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমে থাকা বিভিন্ন ভিডিওর সাথে সাদৃশ্য খুজে পাওয়া যায় নি। CNN, Al Jazeera.
গত এপ্রিলে কাশ্মীরে ২৬ জন ভারতীয় হত্যার জের ধরে ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বন্দ্বের উত্তেজনা বাড়তে থাকে। এরই জের ধরে গত ৭ই মে দুই দেশ সরাসরি যুদ্ধে জড়িয়ে পরে। উভয় দেশের পক্ষ থেকে হামলার খবরে সয়লাব হয়ে উঠে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায়ও ছড়িয়ে পরে নানান ভিডিও।
উপরিউক্ত ভাইরাল ভিডিওটি যাচাই করে দেখা যায় coffin gaming নামের একটি ফেসবুক পেইজে গত ১৯শে এপ্রিল এই ভিডিওটি আপলোড করা হয় যা মুলত পেহেলগাম হামলারও পুর্ববর্তী সময়ের। ভিডিওটি দেখুন এখানে। ভিডিওটি উক্ত পেইজে S-401 Air Defense Targeted FPV Drone! Ep 115 ক্যাপশনে আপলোড করা হয়। পেইজটি যাচাই করে দেখা যায় তারা নিয়মিত বিভিন্ন গেমিং ভিডিও আপলোড করে থাকে।
উল্লেখ্য, পাকিস্তানের পক্ষ থেকে ভারতীয় ৫ টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি থাকলেও ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন বিবৃতি আসে নি এই বিষয়ে।
অতএব, ভারতের রাফায়েল বিমান ধ্বংসের দাবিতে ভাইরাল ভিডিওটি মুলত একটি গেমিং ভিডিও। প্রকৃত ভিডিও না।
Result: False
Our Sources:
Coffin Gaming
যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।